হোম > খেলা > ক্রিকেট

সব ধরনের ক্রিকেট থেকে অবসরে বিশ্বকাপজয়ী মরগান

আন্তর্জাতিক ক্রিকেটকে ইয়ন মরগান বিদায় জানিয়েছিলেন গত বছর। এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরে গেলেন তিনি।

টুইটারে আজ অবসরের কথা জানিয়েছেন মরগান। ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘সব ধরনের ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। অনেক চিন্তাভাবনা করে দেখলাম, ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। এই খেলা আমাকে অনেক কিছু দিয়েছে। মিডলসেক্সে খেলতে ২০০৫ সালে ইংল্যান্ডে এসেছি। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত এসএ টোয়েন্টি টুর্নামেন্ট—সব মুহূর্তই উপভোগ করেছি।’ 

সতীর্থ, কোচ ও ভক্তদের ধন্যবাদ জানিয়ে ইংল্যান্ডের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘আজ আমি যে অবস্থায় আছি, সে জন্য সতীর্থ, কোচ, ভক্ত—সবাইকে ধন্যবাদ দিতেই হবে। ক্রিকেটের কারণে আমি বিশ্বের বিভিন্ন দেশে যেতে পেরেছি। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার কারণে অনেক স্মৃতি তৈরি হয়েছে। আজীবন তা মনে রাখব। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারছি। তবু পেশাদার ক্রিকেটের রোমাঞ্চ ও চ্যালেঞ্জ খুব মিস করব।’

পেশাদার ক্রিকেট ছাড়লেও ক্রিকেটের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন মরগান। ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো খেলার সঙ্গে থাকব। আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাভাষ্যকার হিসেবে কাজ করব। ভবিষ্যতের কথা ভেবে অনেক ভেবেচিন্তে এগোচ্ছি।’ 

আন্তর্জাতিক ক্রিকেটে আয়ারল্যান্ডের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন মরগান। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত আইরিশদের জার্সিতে ২৩ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। ২০০৭ বিশ্বকাপ মরগান খেলেছিলেন আয়ারল্যান্ডের হয়ে। এরপর ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৩ বছর খেলেছেন ইংল্যান্ডের হয়ে। ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান করেন তিনি। ২২৫ ম্যাচে ৩৯.৭৫ গড়ে ৬৯৭৫ রান করেছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও