হোম > খেলা > ক্রিকেট

সিডনি টেস্ট থেকে ছিটকে গেলেন স্টার্কও

মেলবোর্ন টেস্ট সুসংবাদের সঙ্গে দুঃসংবাদও দিয়েছে অস্ট্রেলিয়াকে।  এক ইনিংস ও ১৮২ রানে জিতেছে দ্বিতীয় টেস্টে। এ জয়ে তিন টেস্টের সিরিজে ২-০ জিতেছে অজিরা। ম্যাচ শেষে স্বাগতিকেরা পেয়েছেন মিচেল স্টার্কের ছিটকে যাওয়ার দুঃসংবাদ।

বাঁ হাতের মধ্যমায় চোট পেয়েছেন স্টার্ক। মেলবোর্ন টেস্টের প্রথম দিন ক্যাচ ধরতে গিয়ে আঙুলে আঘাত পান তিনি। ব্যথা নিয়ে যদিও পরে দুই ইনিংসেই বোলিং করেছেন ৩২ বছর বয়সী এই অভিজ্ঞ পেসার।

চোটের বিষয়ে স্টার্ক বলেছেন,‘সিডনিতে আরেকটি স্ক্যান করেছি। সঙ্গে একজন বিশেষজ্ঞকেও দেখিয়েছি। অন্যদিনের স্ক্যানে আঙুলের ওপরে উঠে গিয়েছিল রগটি। এ কারণে আঙুল সোজা করতে পারছি না।’

ভারতের বিপক্ষে সিরিজে তাঁকে পাওয়া যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে স্টার্ক বলেছেন,‘ ভারত সিরিজ আসছে। আগামী সপ্তাহে আমাদের আলোচনা শেষে দেখতে পারব সে সময় কি হবে। আশা করি শেষ মুহূর্ত হলেও সুস্থ হয়ে দলে ফিরতে পারব।’  

এর আগে এই টেস্টেই ডান হাতের তর্জনীতে চোট পেয়ে ছিটকে গেছেন অলরাউন্ডার ক্যামের গ্রিন। গ্রিনের মতো এবার সিডনি টেস্ট থেকে ছিটকে গেলেন স্টার্কও। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ৪ মার্চ। টেস্টটি হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত