হোম > খেলা > ক্রিকেট

অথচ এই সাকিবকে শ্রীলঙ্কা সিরিজে পাচ্ছে না বাংলাদেশ

এবারের বিপিএলের প্রথম অংশে রংপুর রাইডার্স সেভাবে পায়নি ব্যাটার সাকিব আল হাসানকে। এক অঙ্কের ঘরে আউট হয়েছেন বারবার। এরপর বিপিএল যতই শেষের দিকে এগোচ্ছে, আরও জ্বলে উঠছেন ব্যাটার সাকিব। ব্যাট হাতে ঝড় তুলছেন নিয়মিত। 

বিপিএল শেষ হচ্ছে ১ মার্চ। ৪ মার্চ টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে কিছুক্ষণ আগে। সেখানে সীমিত ওভারের ক্রিকেটের কোনো দলেই জায়গা হয়নি সাকিবের। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এখন খেলছে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। টস জিতে ব্যাটিং নিয়েছেন রংপুর অধিনায়ক সোহান। প্রথমে ব্যাটিং পাওয়া রংপুরের স্কোর হয়ে যায় ৩.২ ওভারে ২ উইকেটে ২৪ রান। সাকিব সেখানে ব্যাটিংয়ে নেমেছেন তিন নম্বরে। রংপুর চাপে পড়লেও সাকিবের যেন সেদিকে ভ্রূক্ষেপই ছিল না। উল্টো খুলনা টাইগার্সের ওপর চড়াও হয়েছেন। সাকিবের একের পর এক বাউন্ডারিতে যেন খেই হারিয়ে ফেলে খুলনা। ২০ বলে ফিফটি তুলে নিয়েছেন সাকিব। ফিফটি তোলার পথে ৪ চার ও ৫ ছক্কা মেরেছেন। তৃতীয় উইকেটে শেখ মেহেদী হাসানের সঙ্গে ৪৮ বলে ১০৯ রানের জুটি গড়তে অবদান রেখেছেন সাকিব। ১২ তম ওভারের দ্বিতীয় বলে লুক উডকে তুলে মারতে যান সাকিব। মিস টাইমিং হওয়া বল এক্সট্রা কাভারে ক্যাচ ধরেন এভিন লুইস। ৩১ বলে ৬টি করে চার ও ছক্কায় সাকিব করেন ৬৯ রান। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে ৩ উইকেটে ১৫৭ রান করেছে রংপুর। ৩৩ বলে ৫৮ রানে অপরাজিত মেহেদী। জিমি নিশাম ব্যাটিং করছেন ৭ বলে ৩ রান করে। ৮ ম্যাচে ৬ জয় ও ২ পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে এখনো পয়েন্ট তালিকার শীর্ষে রংপুর।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি