হোম > খেলা > ক্রিকেট

আফগান ক্রিকেটারদের আশ্বস্ত করছেন তালেবানপ্রধান

তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর রশিদ খান-মোহাম্মদ নবীদের ভাগ্যে কী আছে, সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে সময় যত গড়িয়েছে, শঙ্কার মেঘ ততই কেটেছে। তালেবানদের পক্ষ থেকে আফগান ক্রিকেটকে পুরোপুরি সমর্থনের ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে। 

জানা গেছে, তালেবানপ্রধান আনাস হাকিমি আফগানিস্তান দলের কয়েকজন খেলোয়াড় আর বোর্ড অফিশিয়ালদের সঙ্গে দেখা করেছেন। এই তালেবানপ্রধান খেলোয়াড় ও বোর্ড অফিশিয়ালদের আফগান ক্রিকেট নিয়ে আশার কথা শুনিয়েছেন। আফগানিস্তানে ক্রিকেট নিয়ে তালেবানদের পক্ষ থেকে সব ধরনের সমর্থনের কথাও জানিয়েছেন তিনি। 

আফগান ক্রিকেট নিয়ে আইসিসির আরও দৃষ্টি আকষর্ণের ব্যাপারে পরামর্শ দেন হাকিমি। বোর্ড অফিশিয়াল ও ক্রিকেটারদের সঙ্গে ওয়ানডে আর টি-টোয়েন্টি অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদিও সেখানে ছিলেন। এর আগে আফগানিস্তান ক্রিকেটের সার্বিক অবস্থা জানতে সাবেক অধিনায়ক আসগর আফগানের সঙ্গেও কথা বলেন হাকিমি। 

আফগান ক্রিকেটে তালেবানদের সমথর্নের কথা সংবাদমাধ্যমে কিছুদিন আগে জানিয়েছিলেন এসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা হামিদ শিনওয়ারি। শিনওয়ারি বলেছিলেন, ‘তালেবানরা খুবই ক্রিকেট অনুরাগী। তারা শুরু থেকেই আমাদের সমর্থন দিচ্ছে। এখন পর্যন্ত আমাদের কোনো বিষয়ে হস্তক্ষেপ করেনি। 

ভবিষ্যতে ক্রিকেট নিয়ে তালেবানরা কোনো হস্তক্ষেপ করবে না বলে বিশ্বাস করেন শিনওয়ারি। আফগান ক্রিকেটের উন্নতিতে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানা তিনি। 

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

সমালোচকদের একহাত নিলেন মাহমুদউল্লাহর স্ত্রী

ধুন্ধুমার শুরুর পর সিলেটে রানখরা

‘খলনায়ক’ রিয়াদের ব্যাটেই জিতল রংপুর

২ ম্যাচ খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ক্রেমার

কারা আছেন বাংলাদেশের যুব বিশ্বকাপ দলে

৪০০ উইকেটের ক্লাবে মোস্তাফিজ

ভক্তদের সঙ্গে যেটা হচ্ছে, সেটা সাকিবের খুব খারাপ লাগে

‘ক্রিকেট বোর্ড ভাঙতে পারে, আবার আইসিসিতেও যেতে পারে’

৭ ‘নতুন মুখ’ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা