হোম > খেলা > ক্রিকেট

আফগান ক্রিকেটারদের আশ্বস্ত করছেন তালেবানপ্রধান

তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর রশিদ খান-মোহাম্মদ নবীদের ভাগ্যে কী আছে, সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে সময় যত গড়িয়েছে, শঙ্কার মেঘ ততই কেটেছে। তালেবানদের পক্ষ থেকে আফগান ক্রিকেটকে পুরোপুরি সমর্থনের ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে। 

জানা গেছে, তালেবানপ্রধান আনাস হাকিমি আফগানিস্তান দলের কয়েকজন খেলোয়াড় আর বোর্ড অফিশিয়ালদের সঙ্গে দেখা করেছেন। এই তালেবানপ্রধান খেলোয়াড় ও বোর্ড অফিশিয়ালদের আফগান ক্রিকেট নিয়ে আশার কথা শুনিয়েছেন। আফগানিস্তানে ক্রিকেট নিয়ে তালেবানদের পক্ষ থেকে সব ধরনের সমর্থনের কথাও জানিয়েছেন তিনি। 

আফগান ক্রিকেট নিয়ে আইসিসির আরও দৃষ্টি আকষর্ণের ব্যাপারে পরামর্শ দেন হাকিমি। বোর্ড অফিশিয়াল ও ক্রিকেটারদের সঙ্গে ওয়ানডে আর টি-টোয়েন্টি অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদিও সেখানে ছিলেন। এর আগে আফগানিস্তান ক্রিকেটের সার্বিক অবস্থা জানতে সাবেক অধিনায়ক আসগর আফগানের সঙ্গেও কথা বলেন হাকিমি। 

আফগান ক্রিকেটে তালেবানদের সমথর্নের কথা সংবাদমাধ্যমে কিছুদিন আগে জানিয়েছিলেন এসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা হামিদ শিনওয়ারি। শিনওয়ারি বলেছিলেন, ‘তালেবানরা খুবই ক্রিকেট অনুরাগী। তারা শুরু থেকেই আমাদের সমর্থন দিচ্ছে। এখন পর্যন্ত আমাদের কোনো বিষয়ে হস্তক্ষেপ করেনি। 

ভবিষ্যতে ক্রিকেট নিয়ে তালেবানরা কোনো হস্তক্ষেপ করবে না বলে বিশ্বাস করেন শিনওয়ারি। আফগান ক্রিকেটের উন্নতিতে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানা তিনি। 

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি