হোম > খেলা > ক্রিকেট

তামিমের অবসর

‘গর্বিত, এমন এক কিংবদন্তির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগির সুযোগ পেয়েছি’

ক্রীড়া ডেস্ক    

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন তামিম ইকবাল। তিনি নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরই সাকিব আল হাসান হয়ে নাজমুল হোসেন শান্তর কাঁধে এসে পড়ে বাংলাদেশ দলের অধিনায়কত্ব। দেশসেরা ওপেনারের বিদায়ে আবেগাপ্লুত শান্তও।

তামিমের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি মিস করবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগ তাড়িত একটি পোস্টও করেছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘প্রিয় তামিম ভাই, আপনার নেওয়া সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। ২০১৬ সালে আবাহনীর হয়ে প্রথমবার আপনার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা থেকে শুরু করে জাতীয় দলে একসঙ্গে খেলার সুযোগ, আপনার কাছ থেকে শিখেছি অসংখ্য কিছু। আপনার ক্রিকেটীয় মেধা, সহ-খেলোয়াড়দের প্রতি আপনার যত্নশীলতা ও উদারতা আমাকে বারবার মুগ্ধ করেছে।’

তামিমকে মিস করবেন বলে শান্ত আরও লিখেছেন, ‘আপনার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত অবশ্যই আপনাকে ভাবতে হয়েছে এবং সেটিকে আমি শ্রদ্ধা জানাই। তবে ড্রেসিং রুমে এবং ২২ গজে আপনার সঙ্গ আমরা ভীষণভাবে মিস করব।’

তিন সংস্করণ মিলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮৭ ম্যাচে ৪৪৮ ইনিংসে ১৫১৯২ রান করেছেন তামিম। ওপেনারদের মধ্যে সর্বোচ্চ রান তাঁরই। তামিমকে কিংবদন্তি উল্লেখ করে শান্ত আরও লেখেন, ‘আমি গর্বিত, এমন এক কিংবদন্তি ব্যাটারের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছি এবং জাতীয় দলে আপনার সঙ্গে খেলতে পেরেছি। দোয়া করি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সময়গুলো আনন্দময় হোক।

ভালো থাকবেন, তামিম ভাই।’ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ‘লাভ’ ইমোজি।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি