হোম > খেলা > ক্রিকেট

রাচিনের সমান রানও হলো না প্রোটিয়াদের, আবারও সেঞ্চুরি উইলিয়ামসনের

ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ খেলতে দক্ষিণ আফ্রিকার অধিকাংশ অভিজ্ঞ খেলোয়াড় নিউজিল্যান্ড সফরে যাননি। নতুন একজনকে অধিনায়ক করে একেবারে অনভিজ্ঞ দল পাঠানোয় চটেছিলেন অনেকে। এ যেন বাঘের ডেরায় খরগোশ ছেড়ে দেওয়ার মতো ব্যাপার! প্রোটিয়ারাও সেটি বুঝতে পারছেন হাড়ে হাড়ে। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের মুখে তারা। 

আজ তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের লিড দাঁড়িয়েছে ৫২৮ রান। সেই লিড আগামীকাল চতুর্থ দিনে আরও বাড়তে পারে। চাইলে আজকেই দ্বিতীয়বার সফরকারীদের ব্যাটিংয়ে পাঠাতে পারত কিউইরা। প্রথম ইনিংসে মাত্র ১৬২ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে ৩৪৯ রানে এগিয়ে থেকে নিজেরাই দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড দিন পার করেছে ৪ উইকেটে ১৭৯ রানে। 

রাচিন রবীন্দ্রের টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি ও কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে স্বাগতিকেরা প্রথম ইনিংসে করে ৫১১ রান। আজ আবারও সেঞ্চুরি পেয়েছেন উইলিয়ামসন। ১৩২ বলে করেছেন ১০৯ রান। আগামীকাল চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামবেন ড্যারিল মিচেল (১১) ও টম ব্লান্ডেল (৫)। 

আগের দিনই কিউই বোলারদের সামনে চ্যালেঞ্জের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। দিন পার করে ৮০ রানে ৪ উইকেট হারিয়ে। তৃতীয় দিনেও বেশিক্ষণ টিকতে পারেনি। ১২৯ রানে ৭ উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজে যাওয়া প্রোটিয়াদের ইনিংস শেষ চা বিরতির আগেই। মিডল অর্ডার ব্যাটার কিগান পিটারসেন ১৩২ বলে ৪৫ রানের ইনিংস খেলে যা একটু লড়াই করতে চেয়েছেন। ২ রানে দিন শুরু করেছিলেন তিনি। ২৯ রান নিয়ে তাঁর সঙ্গে ব্যাটিংয়ে নামা ডেভিড বেডিংহামকে (৩২) দিয়েই দিনের উইকেট উৎসব শুরু করে কিউইরা।

নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনার। দুটি করে উইকেট কাইল জেমিসন ও রাচিনের। বোলিংয়েও দুর্দান্ত নৈপুণ্য দেখানো রাচিন দ্বিতীয় ইনিংসে অবশ্য করেছেন ১২ রান। প্রথম ইনিংসে ৩৬৬ বলে খেলেন ২৪০ রানের অনবদ্য ইনিংস।

বিপিএলে ২০০ রানের দেখা নেই, কারণ কী

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক আফগান পেসার

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

বাংলাদেশের বিশ্বকাপ-জট খুলবে কি

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

সেঞ্চুরি, ১০৭ মিটার ছক্কা ও এক ওভারে ৩২ রান নিয়ে স্মিথের ইতিহাস

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়