হোম > খেলা > ক্রিকেট

টেস্ট দল থেকে সাকিবের প্রত্যাহার চেয়ে শিক্ষার্থীদের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাকিব আল হাসানের দেশে ফেরা ঠেকাতে এবং তাঁকে টেস্ট সিরিজের দল থেকে বাদ দেওয়ার দাবিতে উত্তাল মিরপুরের হোম অব ক্রিকেট। এই দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) স্মারকলিপিও জমা দিয়েছে।

বেলা ২টা নাগাদ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশপাশে অবস্থান নেন সাকিববিরোধীরা। বিভিন্ন স্লোগানও দিতে থাকেন তাঁরা। দেয়ালে দেয়ালে কাউকে কাউকে প্রতিবাদী স্লোগানও লিখতে দেখা যায়। গ্রাফিতিও এঁকেছেন কেউ কেউ। বিক্ষোভকারীদের হাতেও ছিল নানা স্লোগান সংবলিত ব্যানার।

বাইরে এমন পরিস্থিতির মধ্যেই শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্টেডিয়াম এলাকায় অবস্থান নেয়। নিরাপত্তা নিশ্চিত করতে আইনপ্রয়োগকারী সংস্থা শেরেবাংলা স্টেডিয়ামের ৩ নম্বর গেট থেকে মিডিয়া গেট পর্যন্ত ৫০০ গজের মধ্যে যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে।

অবশ্য সাকিববিরোধীদের মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামের বাইরে অবস্থান নেওয়ার আগেই খবর আসে যে নির্ধারিত সময়ে ফেরা হচ্ছে না সাকিবের। দুবাইয়ের স্থানীয় সময় বিকেল ৫টার ফ্লাইটে তাঁর দেশে ফেরার কথা ছিল। তবে উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে সাকিব ফ্লাইট বাতিল করেন। তাঁর ফ্লাইট বাতিলের খবরও সাকিববিরোধীদের ক্ষোভ প্রশমিত করতে পারেনি। বিকেল ৪টার দিকে আন্দোলনকারীরা বিসিবিকে স্মারকলিপি দিয়ে স্টেডিয়াম এলাকা ছেড়ে যান।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত