সাকিব আল হাসানের দেশে ফেরা ঠেকাতে এবং তাঁকে টেস্ট সিরিজের দল থেকে বাদ দেওয়ার দাবিতে উত্তাল মিরপুরের হোম অব ক্রিকেট। এই দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) স্মারকলিপিও জমা দিয়েছে।
বেলা ২টা নাগাদ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশপাশে অবস্থান নেন সাকিববিরোধীরা। বিভিন্ন স্লোগানও দিতে থাকেন তাঁরা। দেয়ালে দেয়ালে কাউকে কাউকে প্রতিবাদী স্লোগানও লিখতে দেখা যায়। গ্রাফিতিও এঁকেছেন কেউ কেউ। বিক্ষোভকারীদের হাতেও ছিল নানা স্লোগান সংবলিত ব্যানার।
বাইরে এমন পরিস্থিতির মধ্যেই শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্টেডিয়াম এলাকায় অবস্থান নেয়। নিরাপত্তা নিশ্চিত করতে আইনপ্রয়োগকারী সংস্থা শেরেবাংলা স্টেডিয়ামের ৩ নম্বর গেট থেকে মিডিয়া গেট পর্যন্ত ৫০০ গজের মধ্যে যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে।