হোম > খেলা > ক্রিকেট

অনাপত্তিপত্র বাতিল হওয়ায় বিগব্যাশে খেলা হচ্ছে না মুজিবের

মেলবোর্ন রেনেগেডসের হয়ে চলমান বিগব্যাশে আর খেলা হচ্ছে না মুজিব-উর-রহমানের। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তাঁর অনাপত্তিপত্রের শর্তাবলি পরিবর্তন করায় তাঁকে স্কোয়াডে রাখেনি রেনেগেডস। 

এতে করে ‘মেলবোর্ন ডার্বিতে’ খেলা হচ্ছে না মুজিবের। আগামীকাল মেলবোর্ন স্টারসের বিপক্ষে টুর্নামেন্টে দ্বিতীয় জয়ের খোঁজে নামবে রেনেগেডস। দলের সবশেষ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এই অফ স্পিনার। ২০ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। 

মুজিবের অনাপত্তিপত্র যে বাতিল হবে সেটা আগে থেকেই জানা ছিল। অবশ্য শুধু মুজিবের ক্ষেত্রেই নয়, তাঁর মতো ফজলহক ফারুকি এবং নাভিন-উল-হকের মাথায়ও ঝুলছিল। ২০২৪ সালে এসিবির কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকার ইচ্ছা পোষণ করেছিলেন এই তিন ক্রিকেটার। তাঁদের এমন ইচ্ছা পোষণ করার পরেই গত ২৬ ডিসেম্বর নিষেধাজ্ঞা দেয় এসিবি। 

নিষেধাজ্ঞার বিষয়ে এসিবি বিবৃতিতে লিখেছিল, ‘আফগানিস্তানের হয়ে খেলার চেয়ে তাঁরা ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দিয়েছিল।’ সঙ্গে আগামী দুই বছর মুজিব-ফারুকি-নাভিনকে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে অনাপত্তিপত্র দেবে না আফগানিস্তান। 

এসিবি এমন বিবৃতি দেওয়ার পরও মুজিবের পাশেই ছিল রেনেগেডস। বিগব্যাশের শেষ পর্যন্ত তাঁর পাশে থাকার ইচ্ছা পোষণ করে এক বিবৃতিও দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু এবার আফগানিস্তানের অফ স্পিনারের অনাপত্তিপত্রের শর্তাবলিতে পরিবর্তন আসায় তাঁকে স্কোয়াডের বাইরে রাখতে বাধ্য হয়েছে রেনেগেডস। সঙ্গে নতুন বিবৃতিতে বলেছে, ‘অনাপত্তিপত্রের শর্তাবলি পরিবর্তনের পর মুজিব-উর-রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে।’ 

নাভিন-ফারুকি দেশের হয়ে আবারও খেলার ইচ্ছা প্রকাশ করে এসিবির সঙ্গে যোগাযোগ করলেও মুজিব করেননি। যার কারণে আরব আমিরাতে বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে নাভিন-ফারুকি সুযোগ পেলেও মুজিবের হয়নি। সর্বশেষ আফগানিস্তানের হয়ে ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন এবারের বিগব্যাশে ৬ ম্যাচ খেলা মুজিব।

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি

পজিশন নয়, বিপিএলে অঙ্কনের ভাবনায় পারফরম্যান্স

এক ওভারে ৫ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

দক্ষিণাঞ্চলকে হারিয়ে অলিখিত ফাইনালের অপেক্ষায় মধ্যাঞ্চল

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

ফাইনালে পাকিস্তানের কাছে বিধ্বস্ত ভারতকে নিয়ে বোর্ডের ‘তদন্ত’

অ্যাশেজ শেষ প্যাট কামিন্সের, বিশ্বকাপে খেলতে পারবেন তো