হোম > খেলা > ক্রিকেট

রাকিবের ব্যাটে পারটেক্সের নাটকীয় জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অপরাজিত ৮০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রাকিব। ছবি: বিসিবি

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে বিকেএসপিতে দুই ম্যাচের কোনোটিই মাঠে গড়ানো যায়নি। পরিত্যক্ত হয় লিজেন্ডস অব রূপগঞ্জ–গুলশান ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন–রূপগঞ্জ টাইগার্সের মধ্যকার ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অবশ্য তেমন বাধার মুখে পড়তে হয়নি। তবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১ উইকেটে হারিয়ে নাটকীয় জয় পেয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব।

সপ্তম রাউন্ডের শেষ দিনে আজ ঢাকা প্রিমিয়ার লিগে টেবিলের দুইয়ে ওঠার সুযোগ ছিল অগ্রণী ব্যাংকের। তবে অপেক্ষাকৃত দুর্বল পারটেক্সের বিপক্ষে সেটা কাজে লাগাতে ব্যর্থ হলো তারা।

টস হেরে ব্যাট করতে নেমে ২১৮ রানেই গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক। দলীয় ৩৫ রানে প্রথম উইকেট হারায় তারা। জাওয়াদ রুয়েনের বলে জয়রাজ শেখ ক্যাচ তুলে দিলে শুরু হয় উইকেট পতনের ধারা। স্পিনার নাঈম ইসলাম জুনিয়র, পেসার আলাউদ্দিন বাবু, রুয়েন ও মোহর শেখের বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইমরুল কায়েসের দল।

সর্বোচ্চ ৬৭ রান আসে মার্শাল আইয়ুবের ব্যাট থেকে। ৮৭ বলে ৫ চারে ইনিংসটি খেলেন তিনি। এছাড়া সাদমান ইসলাম ৩১, শুভাগত হোম ২৭ ও ইমরুল করেন ১৯ রান। শেষ দিকে মেহেদী হাসান রানার ২২ রানের ক্যামিও ইনিংসে ২০০ পার করে অগ্রণী ব্যাংক। পারটেক্সের হয়ে ৪১ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাঈম ইসলাম জুনিয়র। এছাড়া দুটি করে শিকার মোহর শেখ, আলাউদ্দিন বাবু ও রুয়েনের।

পারটেক্সের জন্য এই ম্যাচ ছিল অবনমন এড়ানোর লড়াই। সেই লড়াইয়ে দলকে জেতানোর নায়ক মোহাম্মদ রাকিব। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের নবম ম্যাচ খেলতে নেমে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন তিনি। উইকেটকিপার আদিল ৩২ ও তানভির হোসেন ২৫ রান করে রাকিবকে সঙ্গ দেন।

শেষ ওভারে পারটেক্সের প্রয়োজন ছিল ১০ রান। তায়েবুর রহমানের করা ওভারে দুইটি চার ও একটি সিঙ্গেলে ৯ রান তুলে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান রাকিব। শেষ বলে আব্দুল গাফফার রনির এক রানের সুবাদে জয় নিশ্চিত করে পারটেক্স। ১০৩ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৮০ রানে অপরাজিত থাকেন রাকিব।

এই জয়ে টেবিলের নয়ে উঠেছে পারটেক্স। ৭ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে অগ্রণী ব্যাংক।

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল