হোম > খেলা > ক্রিকেট

অবসরের পর দীর্ঘদিন কোহলির খোঁজও পাওয়া যাবে না

খেলোয়াড়দের জীবনে কোনো না কোনো সময় তো ইতি টানতেই হয়। কেউ হয়তো আগে অবসর নেন, কেউবা পরে। অবসরের পর বিশেষ পরিকল্পনা তো খেলোয়াড়দের থাকেই। বিরাট কোহলি এমন প্রসঙ্গ নিয়ে এক রকম মজা করেছেন। 

আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির পথচলা শুরু ২০০৮ সাল থেকে। একই বছর শুরু হয় আইপিএল। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রথম থেকে এখনো খেলে চলেছেন তিনি। মাঠ অথবা মাঠের বাইরে দীর্ঘ ১৬ বছর তাঁর সঙ্গে কত ঘটনাই তো ঘটেছে। বয়স যখন ৩৫ পেরিয়েছে, মাঝেমধ্যে অবসরের গুঞ্জনও শোনা যায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে গত রাতে প্রকাশিত ভিডিওতে কোহলি বলেন, ‘যখন আমার শেষ (ক্যারিয়ার) তখন আমি চলে যাব। আপনারা আমাকে দেখতে পাবেন না অনেক দিন। তাই যতদিন খেলব, তত দিন আমার পুরোটা দিয়ে খেলব। এটাই আমাকে সব সময় খেলা চালিয়ে যেতে অনুপ্রাণিত করে।’

পেশাদার ক্যারিয়ারে কত রেকর্ডই তো ভেঙে নতুন করে গড়েছেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেট, আইপিএলে ব্যাট হাতে ছুটিয়েছেন রানের ফোয়ারা। তবু অবসরের পর ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ করতে চান না তিনি। ভারতীয় ব্যাটার বলেন, ‘কোনো নির্দিষ্ট দিনে কী করলাম, না করলাম সেটা ভেবে ক্যারিয়ার শেষ করতে চাই না। সারা জীবন তো চালিয়ে যেতে পারব না। এটা কোনো অসমাপ্ত কাজ ফেলে রাখার বিষয় নয়। পরে কোনো আক্ষেপও করতে চাই না। এ ব্যাপারে আমি নিশ্চিত।’ 

১৬ বছরের আইপিএল ক্যারিয়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি। আইপিএলে এক মৌসুমে সর্বোচ্চ ৯৭৩ রান তাঁর ব্যাট থেকে এসেছে ২০১৬ সালে। ৬৬১ রান করে এখনো পর্যন্ত তিনি সর্বোচ্চ রানসংগ্রাহক। গড় ৬৬.১ ও স্ট্রাইকরেট ১৫৫.১৬। ১ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৫ ফিফটি। 

আরও পড়ুন:

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি