হোম > খেলা > ক্রিকেট

শেষ বিকেলে রোমাঞ্চ জাগিয়ে তুললেন সাকিব-মিরাজ

মিরপুরে দ্বিতীয় টেস্ট জিততে ভারতের লক্ষ্য ১৪৫ রান। হাতে এখনো আছে দুই দিন। তবে এই অল্প পুঁজি নিয়েই ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ৪ উইকেট হারিয়ে ফেলেছে ভারত। ভারতকে এখনো করতে হবে ১০০ রান। 

ভারতের দ্বিতীয় ইনিংসের উইকেট নেওয়াটা শুরু করেছিলেন সাকিব। লোকেশ রাহুলকে নুরুল হাসান সোহানের কট বিহাইন্ড করেন বাংলাদেশি অধিনায়ক। ভারতীয় অধিনায়ক করেন ২ রান। এরপরই শুরু হয় মিরাজের স্পিন ভেলকি। চেতেশ্বর পূজারা ও শুভমন গিল-এই দুই ভারতীয় টপ অর্ডার ব্যাটারকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন মিরাজ। পূজারা ও গিল করেন ৬ ও ৭ রান। 

পূজারা ও গিলের পর মিরাজ এরপর নেন বিরাট কোহলির উইকেট। মিরাজের বল ডিফেন্স করতে গিয়ে শর্ট লেগে মুমিনুল হকের তালুবন্দী হন কোহলি। ১ রান করে কোহলি বিদায় নিলে ৩৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত। তৃতীয় দিন ভারত শেষ করেছে ৪ উইকেটে ৪৫ রানে। অক্ষর প্যাটেল অপরাজিত আছেন ২৬ রান করে এবং জয়দেব উনাদকাট ৩ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন। 
 
৭ উইকেটে ১৯৫ রান নিয়ে চা-বিরতির পরে খেলা শুরু করে বাংলাদেশ। লিটন কয়েকটা বাউন্ডারি মেরে লিড বাড়ানোর চেষ্টা করছিলেন। তবে বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন লিটন। ৯৮ বলের ইনিংসে ৭ চারে ৭৩ রান করেন তিনি। লিটন আউট হলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ২১৯ রান। লিটনের আউটের পর আর মাত্র ১২ রান যোগ করতে পারে বাংলাদেশ। ২৩১ রানে অলআউট হলে স্বাগতিকদের লিড হয় ১৪৪ রানের।

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ