হোম > খেলা > ক্রিকেট

রংপুর ধরা খেয়ে গেল চিটাগংয়ের কাছেও

ক্রীড়া ডেস্ক    

চিটাগং কিংসের কাছেও হারল রংপুর রাইডার্স। ছবি: বিসিবি

টানা ৮ ম্যাচ জিতে সবার আগে এবারের বিপিএলে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। সেই দলটি এখন জিততেই ভুলে গেছে। এবার তারা হেরে গেল চিটাগং কিংসের কাছেও। আকিফ জাভেদকে টানা চার ছক্কা মেরে রংপুরকে শেষ করে দিয়েছেন হায়দার আলী।

উড়তে থাকা রংপুর রাইডার্স পূর্ণ করল হারের হ্যাটট্রিক। যার মধ্যে দুর্বার রাজশাহীর কাছে দুই ম্যাচের দুটিতেই হেরেছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর। মিরপুরে চিটাগং কিংসের কাছে আজ ৫ উইকেটে হেরেছেন সোহানরা। এই হারে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান খুইয়ে দুইয়ে নেমে গেছে রংপুর। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ১৬। শীর্ষে থাকা বরিশালেরও পয়েন্ট ১৬। পার্থক্য শুধু নেট রানরেটে। রংপুরকে হারিয়ে চিটাগং টপকে গেল দুর্বার রাজশাহীকে। সমান ১২ পয়েন্ট নিয়ে চিটাগং ও রাজশাহী অবস্থান করছে তিন ও চার নম্বরে।

১৪৩ রানের লক্ষ্যে নেমে চিটাগং কিংস এগোতে থাকে ধীরে-সুস্থে। একই সঙ্গে তাদের উইকেটও পড়তে থাকে। ১০ ওভারে ৩ উইকেটে ৬৩ রানে পরিণত হয় দলটি। চতুর্থ উইকেটে এরপর ৩৪ বলে ৪৩ রানের জুটি গড়তে অবদান রাখেন হায়দার আলী ও পারভেজ হোসেন ইমন। ১৬তম ওভারের চতুর্থ বলে ইমনকে কট এন্ড বোল্ড করে জুটি ভাঙেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৪৩ বলে ২টি করে চার ও ছক্কায় ৪১ রান করেন ইমন।

ইমনের বিদায়ের ঠিক তার পরের ওভারে চিটাগং হারায় আরও এক উইকেট। হায়দারের ডাকে সাড়া দিয়ে ৩ রান নিতে গিয়ে রান আউটের ফাঁদে কাটা পড়েন শামীম পাটোয়ারী। ২ বলে ২ চারে ৮ রান করেন শামীম। দ্রুত ২ উইকেট হারিয়ে চিটাগংয়ের স্কোর হয়ে যায় ১৬.১ ওভারে ৫ উইকেটে ১১৮ রান। এরপর সাত নম্বরে নামা রাহাতুল ফেরদৌসকে দর্শক বানিয়ে তাণ্ডব চালাতে থাকেন হায়দার। ষষ্ঠ উইকেটে রাহাতুলের সঙ্গে ৯ বলে ৩০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়তে অবদান রাখেন হায়দার। যেখানে ১৮তম ওভারের প্রথম চার বলে চার ছক্কা মারেন হায়দার। ১৮ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি।

১৪ বল হাতে রেখে চিটাগংয়ের ৫ উইকেটের জয়ে হায়দার হয়েছেন ম্যাচসেরা। পাকিস্তানি এই ব্যাটার মেরেছেন ৬ ছক্কা ও ১ চার। রংপুরের সাইফউদ্দিন, জাভেদ নিয়েছেন দুটি করে উইকেট।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৩ রান করেছে রংপুর রাইডার্স। ইনিংস সর্বোচ্চ ৬৫ রান করেন ইফতিখার আহমেদ। ৪৭ বলের ইনিংসে ৭ চার ও ৩ ছক্কা মেরেছেন। চার নম্বরে নেমে তিনি ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।

চিটাগংয়ের সৈয়দ খালেদ আহমেদ নিয়েছেন ২ উইকেট। তবে ৪ ওভারে ৪৪ রান দিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন শরীফুল ইসলাম ও শামীম হোসেন পাটোয়ারী। রংপুরের সৌম্য সরকার হয়েছেন রানআউট।

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের