হোম > খেলা > ক্রিকেট

আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টের প্রথম দিন ভেস্তে গেল কেন

বৈরি আবহাওয়ায় ম্যাচ নষ্ট হওয়া যেন এখন পরিচিত দৃশ্য। ভেন্যু, সংস্করণ বদলালেও ঘুরেফিরে দেখা যায় একই ঘটনা। মাঠের অবস্থা ভালো না থাকায় আফগানিস্তান-নিউজিল্যান্ড ঐতিহাসিক টেস্টের  প্রথম দিনের খেলা মাঠে গড়াতেই পারেনি।

গ্রেটার নয়ডা স্পোর্টিং কমপ্লেক্সে আফগানিস্তান-নিউজিল্যান্ড সিরিজের একমাত্র টেস্ট আজ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায়। তবে গত রাতের বৃষ্টিতে মাঠের অবস্থা খারাপ হয়ে যায়। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আজ থাকলেও মাঠের আউটফিল্ড ছিল ভেজা। বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩৫ মিনিটে প্রথম দিনের খেলা বাতিল ঘোষণা করা হয়। ঐতিহাসিক টেস্ট শুরুর অপেক্ষাটা তাই বাড়ল।

উত্তর প্রদেশ রাজ্যের শহর নয়ডায় বৃষ্টির কারণে গতকাল অনুশীলনই করতে পারেনি কোনো দল। ম্যাচ ঠিক সময়ে মাঠে গড়াবে কি না, তা নিয়ে শঙ্কা জাগে। বাংলাদেশ সময় আজ সকাল ৯টা ৫০ মিনিটে টস করার জন্য প্রস্তুতি নিতে থাকেন আম্পায়ারা। তবে আউটফিল্ড  ভেজা থাকায় নির্ধারিত সময় টস করা সম্ভব হয়নি। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় মাঠ পর্যবেক্ষণের জন্য সময় বেঁধে দেওয়া হয়। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় আউটফিল্ড ঠিক করার জন্য অনেক চেষ্টা করা হয়। তবু কাজের কাজ কিছু হচ্ছিল না। টস না করেই ঘোষণা দেওয়া হয় লাঞ্চের।

মধ্যাহ্নভোজের পর বেলা সাড়ে তিনটায় আবার পর্যবেক্ষণের সময় বেঁধে দেওয়া হয়। এরই মধ্যে চা বিরতিরও ঘোষণা দেওয়া হয়। বিকেল ৫টার সময় মাঠ পর্যবেক্ষণের কথা থাকলেও তার আগে ম্যাচ বাতিলের ঘোষণা দেওয়া হয়। ম্যাচ না হওয়ায় টিম সাউদি, রাচীন রবীন্দ্র, ডেভন কনওয়েরা রাগবি খেলে সময় কাটিয়েছেন।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আফগানিস্তান-নিউজিল্যান্ড মুখোমুখি হলেও টেস্টে দল দুটি এবারই প্রথম। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে ৫ বার মুখোমুখি হয়েছে দল দুটি। একমাত্র জয়টি আফগানিস্তান পেয়েছে এ বছরের জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে। গায়ানার প্রভিডেন্সে নিউজিল্যান্ড হেরে যায় ৮৪ রানে। আইসিসি ইভেন্টটির গ্রুপ পর্ব থেকে কিউইদের ছিটকে যাওয়ার পেছনে আফগানদের কাছে হারই বড় প্রভাব রেখেছিল।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা