হোম > খেলা > ক্রিকেট

শততম টেস্টের সামনে স্টোকস, বাংলাদেশের কে কোথায়

২০১৩ সালে ৫ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক। এক দশকের মধ্যে শততম টেস্টের সামনে বেন স্টোকস। আগামী ১৫ ফেব্রুয়ারি রাজকোটে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট দিয়ে এই মাইফলফলক ছোঁবেন ৩২ বছর বয়সী অলরাউন্ডার। ৯৯ টেস্টে স্টোকসের রান ৬২৫১, উইকেট ১৯৭। 

স্টোকসকের আগে ইংল্যান্ডের হয়ে ১৫ জন শততম টেস্ট খেলেছেন। তাঁদের মধ্যে ১৮৪ টেস্ট নিয়ে সবার শীর্ষে জেমস অ্যান্ডারসন। বর্তমানে খেলছেন এমন ইংলিশ খেলোয়াড়দের মধ্যে অ্যান্ডারসন ও জো রুটের (১৩৭) পরে স্টোকসের অবস্থান। 

সমান সর্বোচ্চ ১৫ জন শততম টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার। দ্বিতীয় সর্বোচ্চ ভারতের ১৩ জন। দক্ষিণ আফ্রিকার সংখ্যাটা ৮। সমান ৮ জন ওয়েস্ট ইন্ডিজের। নিউজিল্যান্ডের ৪ জন আর ৫ জন পাকিস্তানের। ৬ জন শ্রীলঙ্কার। সর্বোচ্চ ২০০ টেস্ট খেলা একমাত্র খেলোয়াড় ভারতের শচীন টেন্ডুলকার। সর্বোচ্চ ১৫২৯১ রানও তাঁর। 

আইসিসি টেস্ট মর্যাদা পাওয়া ১২ দলের মধ্যে আর কোনো দলের খেলোয়াড় এখনো শততম টেস্ট খেলতে পারেননি। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ৮৮ টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। তাঁর টেস্ট অভিষেক হয় ২০০৫ সালে, ইংল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় সর্বোচ্চ ৭০ টেস্ট খেলেছেন তামিম ইকবাল। ২০০০ সালের জুনে টেস্ট মর্যাদা পাওয়া বাংলাদেশের হয়ে ৫০ বা তার বেশি টেস্ট খেলেছেন শুধু সাকিব আল হাসান (৬৬), মোহাম্মদ আশরাফুল (৬১), মুমিনুল হক (৫৯), হাবিবুল বাশার সুমন (৫০) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৫০)।

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড