হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের আবেদনে ভোল পাল্টাল আইসিসি 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আবেদনে সিদ্ধান্ত বদলাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। রাওয়ালপিন্ডি ভেন্যুকে দেওয়া ডিমেরিট পয়েন্ট প্রত্যাহার করে নিল আইসিসি।

গত বছরের ডিসেম্বরে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্ট হয়েছিল। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট গড়পড়তা দাবি করে তখন ডিমেরিট পয়েন্ট দিয়েছিলেন। এরপর আইসিসির বিরুদ্ধে আপিল করে পিসিবি। ম্যাচের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আইসিসি জানিয়েছে, ৪০ উইকেটের মধ্যে ৩৭ উইকেট পড়েছে এবং ম্যাচের ফল এসেছে।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্টে খেলা হয়েছিল ৩৮৮.৫ ওভার। ৪.৫৪ রানরেটে ৩৭ উইকেটে রান হয়েছিল ১৭৬৮। গত বছর রাওয়ালপিন্ডি ভেন্যু দুটো ডিমেরিট পয়েন্ট পেয়েছিল। মার্চে পাকিস্তান-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে ডিমেরিট পয়েন্ট দিয়েছিল আইসিসি। এই ম্যাচে খেলা হয়েছিল ৩৭৯.১ ওভার। ৩.১৩ রানরেটে হয়েছিল ১১৮৭ রান। উইকেট পড়েছিল ১৪টি।

একই ভেন্যু তিনটি ডিমেরিট পয়েন্ট পেলে আইসিসির নিয়ম অনুযায়ী এক বছর আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকবে। তবে ডিমেরিট পয়েন্ট প্রত্যাহার করায় রাওয়ালপিন্ডি হাঁপ ছেড়ে বাঁচল। 

বৃষ্টিতে ভেসে গেল রিশাদদের ম্যাচ

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’