হোম > খেলা > ক্রিকেট

যে উপায়ে কিউইদের নাচিয়েছেন তানজিম সাকিব

প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ। নেপিয়ারে আজ তৃতীয় ওয়ানডেতে চোখ রাঙাচ্ছিল হোয়াইটওয়াশ হওয়ার। সঙ্গে নিউজিল্যান্ডের মাঠে ওয়ানডেতে কখনো জয় না পাওয়ার হতাশাও। এই সংস্করণে এবার যেন খালি হাতে দেশে ফিরতে না হয়, তাই দোয়া চাইলেন নাজমুল হোসেন শান্ত। 

অধিনায়ক শান্তর দোয়া চাওয়া আজ সার্থক হয়েছে। সমর্থকদের দোয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে আজ ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ৯ উইকেটের জয়টি প্রতিপক্ষের মাঠে প্রথম জয়। এর আগে ১৮ ওয়ানডে খেলে সবটিতে হেরেছে বাংলাদেশ। 

সংখ্যাটা আজ ১৯ করতে দেয়নি বাংলাদেশের পেসাররা। শুরু থেকেই আগুনে বোলিং করে প্রতিপক্ষকে মাত্র ৯৮ রানে অলআউট করেছেন শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও সৌম্য সরকাররা। ম্যাচে সমান ৩ উইকেট করে নিয়েছেন তিনজনই। বাকি উইকেটটিও আরেক পেসার মোস্তাফিজুর রহমানের। 

ইনিংস শুরু করা শরীফুল ৭ ওভার বোলিং করে ২২ রানে নিয়েছেন ৩ উইকেট। নতুন বলে বাঁহাতি পেসারকে সঙ্গ দিয়ে তানজিম নিয়েছেন সমান ৭ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট। ক্যারিয়ার-সেরা বোলিং করার সময় দুটি মেডেন ওভারও নিয়েছেন উদীয়মান এই পেসার। অন্যদিকে ‘পার্টটাইম’ মিডিয়াম পেসার সৌম্য ৬ ওভারে ১৮ রানে নেন ৩ উইকেট। মেডেন নিয়েছেন ১টি। 

তিন পেসারের উইকেট সংখ্যা সমান হলেও নিউজিল্যান্ডের টপ অর্ডারকে ধসিয়ে দেওয়ায় ক্যারিয়ার-সেরা বোলিং করে ম্যাচ-সেরা হয়েছেন তানজিম। ম্যাচ-সেরার পুরস্কার নিতে এসে নিজের অনুভূতি প্রকাশ করেছেন এভাবে—‘নিজের পারফরম্যান্সে সত্যিই খুশি। যেভাবে শুরু করেছিলাম, সেটা আমার জন্য ভালো ছিল। বোলিংটা সত্যি উপভোগ করেছি। বল ভেতরে ঢুকছিল, সঙ্গে সিম মুভ করছিল। দলের সুর তৈরি করে দিয়েছে। লাইন ও লেংথ ধরে চেষ্টা করেছি উইকেট টু উইকেট বল করার। বাকি কাজ পিচ করেছে। এটি আমাকে সহায়তা করেছে। পেসারদের জন্য দারুণ পিচ ছিল।’

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত