হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের এমন ভয়াবহ ধসের দায় নিচ্ছেন শান্ত

নিজেকেই দায়ী করছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ধপাস করে ভেঙে পড়া খুবই পরিচিত দৃশ্য। আফগানিস্তানের বিপক্ষেও একটা সময়ে গতকাল জয়ের পথে যখন স্বাভাবিকভাবে এগোচ্ছিল বাংলাদেশ, তখনই চোখের পলকে সব এলোমেলো হয়ে যায়। শারজায় দলের এমন ধসের দায় নিজের কাঁধেই নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

সিরিজের প্রথম ওয়ানডেতে ২৩৬ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশের স্কোর একটা পর্যায়ে ছিল ২৫.৪ ওভারে ২ উইকেটে ১২০ রান। হাতে তখনো ৮ উইকেট। ওভারপ্রতি প্রয়োজনীয় রানরেট ৪.৭৭। সেই সময় মোহাম্মদ নবীর বলে সুইপ করতে গিয়ে আউট হলেন শান্ত। ব্যক্তিগত ৪৭ রান করে বাংলাদেশ অধিনায়ক আউট হওয়ার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইনিংস। ২৩ রানে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানেই শেষ বাংলাদেশ। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ব্যাটাররাও এক অঙ্কের ঘরে আউট হয়েছেন।

৯২ রানের বিশাল পরাজয়ের পর শান্ত নিজেকেই দায়ী করছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার উইকেটটাই পার্থক্য গড়ে দিয়েছে। আমি সেট ব্যাটার এবং তারপর মিরাজ, এমনকি সৌম্য...আমরা সবাই ৩০ থেকে ৪০-এর ঘরে রান করে আউট হয়েছি। এমন কন্ডিশনে আপনাকে অনেক দীর্ঘ সময় ব্যাটিং করতে হবে।’

টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে অবশ্য চাপেই ছিল আফগানিস্তান। বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে ২০ ওভারে ৫ উইকেটে ৭১ রানে পরিণত হয় আফগানরা। বিপদে পড়া আফগানিস্তানের তখন হাল ধরেন অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদী ও নবী। ষষ্ঠ উইকেটে ১২২ বলে ১০৪ রানের জুটি গড়তে অবদান রাখেন শাহিদী ও নবী। আফগানদের ইনিংস সর্বোচ্চ ৮৪ রান করেন নবী। ৭৯ বলের ইনিংসে ৪ চার ও ৩ ছক্কা মারেন অভিজ্ঞ এই আফগান ব্যাটার।

বোলিংয়ে দারুণ শুরু করেও সেটা ধরে রাখতে না পারার আক্ষেপ করছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘বোলিংয়ে শুরুটা ভালো হয়েছিল। ১৫-২০ ওভার দারুণ বোলিং করেছি। মাঝের দিকে সেটা কাজে লাগাতে পারিনি। নবী দারুণ ব্যাটিং করেছেন। আমি মনে করি না যে বোলিংয়ে আমাদের আরও বেশি আক্রমণাত্মক হওয়া উচিত ছিল। উইকেটের বাউন্সটা কম ছিল।’

শান্তর পর বাংলাদেশের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে সৌম্য সরকারের ব্যাটে। ৪৫ বলে ৬ চারে ৩৩ রান করেন সৌম্য। সব মিলিয়ে বাংলাদেশের চার ব্যাটার দুই অঙ্ক পেরোতে পেরেছেন। মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয় করেছেন ২৮ ও ১১ রান।

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল