হোম > খেলা > ক্রিকেট

তামিমের চোখে ফুটবলই বাংলাদেশের এক নম্বর খেলা

আজকের পত্রিকা ডেস্ক­

ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন তামিম ইকবাল। ফাইল ছবি

দুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।

নব্বইয়ের দশকেও দেশের সবচেয়ে জনপ্রিয় খেলার নাম ছিল ফুটবল। গত দুই দশকে ক্রিকেট বেশি প্রচারের আলোয় এসেছে। আর তামিম হচ্ছেন দেশের ক্রিকেটের অন্যতম বড় মুখ। তবু তিনি মনে করেন, ফুটবল এখনো দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ ম্যাচ চলার সময় গ্যালারিতে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘কোনো সন্দেহ নেই ফুটবল নাম্বার ওয়ান খেলা বাংলাদেশে। এরপর ক্রিকেট। অনেক ভালোবাসা আছে ক্রিকেটের প্রতি। তবে ফুটবল এগিয়ে।’

বাংলাদেশ-মালদ্বীপ ফুটবল ম্যাচ দেখতে বসুন্ধরা কিংস অ্যারেনায় এসেছেন তামিম ইকবাল। ছবি: বাফুফে

আগের ম্যাচে একাধিক সুযোগ পেয়েও প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারেনি বাংলাদেশ। আজ আর একই ভুল হয়নি। পিছিয়ে পড়েও জিতেছে বাংলাদেশ। সেটিও আবার শেষ মুহূর্তের গোলে। তামিম মাঠে এলেন আর বাংলাদেশ গোল পেল, দলও জিতল। বাংলাদেশের সাবেক অধিনায়ক মনে করেন, ফুটবলে ক্রিকেটাররা আসবেন সমর্থন দিতে। ক্রিকেটেও ফুটবলাররা আসবেন সমর্থন দিতে।

‘আশা করি ফলও আমাদের পক্ষে যাবে (ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছিলেন)। বিষয়টা পারস্পরিক। ক্রিকেট যখন হবে, ফুটবলাররা এসে সমর্থন করবে। আমাদেরও দায়িত্ব যে মাঠে আসি, একা নয়, পরিবার নিয়ে আসি যেন সমর্থন করতে’—বলছিলেন তামিম।

কোচের মৃত্যুতে মন কাঁদছে সাকিব-তাসকিনদের

মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ, শোকাচ্ছন্ন বিপিএল

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ঢাকার কোচ

অস্ট্রেলিয়ায় ১৫ বছরের অপেক্ষা ফুরাল ইংল্যান্ডের

শান্ত হতে পারলেন না রিকেলটন

নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ