হোম > খেলা > ক্রিকেট

রেকর্ড গড়া সেঞ্চুরিতে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ পিংকির 

ভারতের বিপক্ষে নারী ক্রিকেটের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ফারজানা হক পিংকি। সুখবর মিলেছে আইসিসির র‍্যাঙ্কিংয়েও। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সেরা ২০-এ চলে এসেছেন বাংলাদেশের এই ব্যাটার।

চলতি সপ্তাহে শেষ হয়েছে বাংলাদেশ-ভারত নারী ক্রিকেটের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরে শনিবার সিরিজের শেষ ওয়ানডেতে ১৬০ বলে ১০৭ রান করেছেন পিংকি। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন তিনি। সিরিজে সর্বোচ্চ ১৮১ রান করে সিরিজ-সেরা হয়েছেন পিংকি। ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন তিনি। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সেরা ২০-এ উঠে এসেছেন পিংকি। এর আগে ওয়ানডেতে বাংলাদেশিদের মধ্যে ব্যাটিংয়ে সেরা র‍্যাঙ্কিং ছিল রুমানা আহমেদের। ২০১৭ সালে ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২৫ নম্বরে ছিলেন রুমানা। আর ব্যাটারদের বর্তমান র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের নাটালি সিভার। 

বোলারদের র‍্যাঙ্কিংয়েও এগিয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। পাঁচ ধাপ এগিয়ে ওয়ানডেতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে উঠেছেন নাহিদা আক্তার। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৬ উইকেট নিয়েছেন তিনি, যা সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ। সিরিজে সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন মারুফা আক্তার। এক ধাপ এগিয়ে ৮৮ নম্বরে উঠে এসেছেন তিনি। এছাড়া ২৮ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে উঠে এসেছেন রাবেয়া খান। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার। আর  বোলারদের বর্তমান র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের সোফি একেলেস্টন।

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ

হঠাৎ কেন বিপিএল ছাড়ার হুমকি দিল ঢাকা ক্যাপিটালস

বিশ্বকাপ দলে জায়গা পাননি, কী বলছেন হাসান মাহমুদ

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের