হোম > খেলা > ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের লাভ যেখানে

এ মাসের শুরুতেই জানা গিয়েছিল, টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের মতো দ্বিতীয়টিতেও বাংলাদেশ ১২ টেস্ট খেলারই সুযোগ পাবে। কাল আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় চক্র ঘোষণা করেছে আইসিসি। তবে টেস্টের সংখ্যা জানায়নি। ক্রিকইনফো অবশ্য জানিয়েছিল, এই চক্রে সর্বোচ্চ ২১ টেস্ট খেলবে ইংল্যান্ড।

অন্য দলগুলোর তুলনায় এই চক্রে সবচেয়ে কম ম্যাচ খেলবে বাংলাদেশ। পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজগুলো খেলবে বাংলাদেশ। বাকি তিনটি অ্যাওয়ে সিরিজ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলবে মুমিনুল হকের দল।

অন্য দলগুলোর তুলনায় টেস্টের সংখ্যা কম হলেও আইসিসির এই প্রতিযোগিতা বাংলাদেশের জন্য ইতিবাচক বলে মনে করেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘আইসিসির কাছে আমাদের চাওয়া ছিল আরও বেশি টেস্ট খেলতে চাই। সেটিই নিশ্চিত করা হয়েছে। আগের তুলনায় বরং টেস্টের সংখ্যায় ভারসাম্য এসেছে। আগে কোনো বছরে সাতটা, কোনো বছরে তিনটা টেস্ট থাকত। এখন গড়ে ভালো সংখ্যায় টেস্ট থাকে। ইংল্যান্ড–অস্ট্রেলিয়ার টেস্টের সংখ্যা বেশি থাকে অ্যাশেজের মতো সিরিজ (৫ টেস্টের সিরিজ) থাকায়।’

এবারের চ্যাম্পিয়নশিপে পয়েন্ট পদ্ধতিতে পরিবর্তন আনছে আইসিসি। এবার সব ম্যাচের জন্য থাকছে সমান পয়েন্ট। ম্যাচ জিতলে জয়ী দল পাবে ১২ পয়েন্ট, ড্র হলে পাবে ৪ পয়েন্ট করে আর টাই হলে ৬ পয়েন্ট। 

নোয়াখালী এক্সপেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী