টেস্ট ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারি পেসারের তালিকায় দুইয়ে আছেন গ্লেন ম্যাকগ্রা। অস্ট্রেলিয়াকে বহু ম্যাচ জেতানোর নায়ক ম্যাকগ্রার মাঝে ক্যারিয়ারের শুরুতেই কার্টলি অ্যামব্রোসের ছায়া দেখেছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও বর্তমান ধারাভাষ্যকার, ক্রিকেট বিশ্লেষক মাইক আথারটন।
সময়টা তখন ২০০৫ সাল। দুর্দান্ত ফর্মে ম্যাকগ্রা। ক্রিকেট তীর্থ লর্ডসে অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচেই আলো ছড়ান। ম্যাচে ৯ উইকেট শিকার করে হন ম্যাচসেরা। সেই ম্যাচেই ৫০০ টেস্ট উইকেট শিকারির ক্লাবে ঢোকেন। ম্যাকগ্রার নৈপুণ্যে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারী অস্ট্রেলিয়া।
অজিরা যখন ম্যাকগ্রাকে ঘিরে ইংলিশদের ধরাশায়ী করার স্বপ্ন বুনছিল, তখনই ঘটে বিপত্তি। নিজের অদ্ভুত এক ভুলে চোটে পড়েন ম্যাকগ্রা। বার্মিংহামের এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে ছিটকে পড়েন তিনি। তাঁকে ছাড়াই মাঠে নামতে হয় অজিদের।
ঐতিহাসিক ম্যাচের ফলটাও সবার জানা। মাত্র ২ রানে হেরে বসে অস্ট্রেলিয়া। ক্রিকেট বিশ্লেষকদের মতে, ম্যাকগ্রার অনুপস্থিতিই এজবাস্টনে ডুবিয়েছে রিকি পন্টিংয়ের দলকে। এমনকি সেই জয়ের সুবাদে ২-১ ব্যবধানে সিরিজও মুঠোয় পুরে ইংল্যান্ড। দেড় যুগ পর পুনরুদ্ধার করে মহা মর্যাদার ছাইদানি।
লর্ডস টেস্ট জিতে ফুরফুরে মেজাজে অস্ট্রেলিয়া দল। এজবাস্টন টেস্টের আগে তাই চলছিল রাগবি অনুশীলন। সেটিই কাল হয়ে দাঁড়ায়। খেলার সময় একটি ভুল শটে ডান পায়ের গোড়ালিতে চোট পান ম্যাকগ্রা। ছিটকে যান দল থেকে। সেই ক্ষত বহুদিন ভুগিয়েছে দলকে। কেননা, এরপরেই সে সময়ের মহাপরাক্রমশালী অস্ট্রেলিয়াকে ভূলুণ্ঠিত করার সুযোগ পায় ইংল্যান্ড। সবাইকে তাক লাগিয়ে সত্যিই অ্যাশেজ জিতে নেয় মাইকেল ভনের দল।
ম্যাকগ্রার মতো এমন আরও কয়েকটি অদ্ভুত ইনজুরির ঘটনা আছে ক্রিকেট ইতিহাসে। তাঁর সতীর্থ ম্যাথু হেইডেন একবার ইনজুরিতে পড়েছিলেন কুকুরের কামড়ে।
এ ছাড়া ভারতের বিপক্ষে অদ্ভুত চোটের কারণে প্রথম দুই টেস্ট খেলে বাদ পড়েন জ্যাক ক্রলি। ইংল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটার ড্রেসিংরুম ছাড়ার সময় পাথরের ওপর পিছলে পড়ে হাতের কবজিতে আঘাত পান। সেরে উঠতে লাগে কয়েক সপ্তাহ। ক্রলির জায়গায় ডাক পান রোরি বার্নস। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ফিফটি করেন তিনি।
২০১৮ সালে ডার্চি শর্ট যেন পূর্বসূরি হেইডেনেরই স্মৃতি ফিরিয়ে আনেন। নিজের পোষ্য কুকুরের সঙ্গে খেলতে গিয়ে আহত হন শর্ট। এই দুর্ঘটনায় তাঁর হাতে প্রথমে সেলাই, পরে অস্ত্রোপচারও করতে হয়েছিল।