হোম > খেলা > ক্রিকেট

১৭৬ রান করেও মন ভরেনি নাঈম শেখের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিপিএলে ১৭৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন নাঈম শেখ। ১২৫ বলের ইনিংসে মেরেছেন ১৮ চার ও ৮ ছক্কা। ছবি: বিসিবি

সময়টা দারুণ যাচ্ছে নাঈম শেখের। গত কয়েক মাসে তিন সংস্করণেই দারুণ ছন্দে এই বাঁহাতি ব্যাটার। নভেম্বরে জাতীয় লিগের প্রথম শ্রেণির ম্যাচে ৪৭১ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক, গত ডিসেম্বরে এনসিএল টি-টোয়েন্টিতে ৩১৬ রান করে আবারও হয়েছেন সর্বোচ্চ রানসংগ্রাহক। সবশেষ বিপিএলে ৫১১ রান করে যথারীতি টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। এবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন নাঈম।

নাঈমের ক্যারিয়ারের সেরা ইনিংসের সুবাদে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব আজ বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর গড়েছে (৪২২ রান)। এর আগে দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় ইনিংস ছিল ৩৯৩, বিকেএসপিতে আবাহনী লিমিটেডের বিপক্ষে প্রাইম ব্যাংকই করেছিল। পুরোনো রেকর্ড নিজেরাই ভেঙে নতুন ইতিহাস গড়েছে দলটি। দলের ভিডিও বার্তায় নাঈম নিজের ইনিংস নিয়ে বলেন, ‘১৭৬ রান করতে পেরে অবশ্যই ভালো লাগছে। লম্বা সময় ব্যাটিং করতে পেরেছি। এটা আমার ভালো লাগছে। তবে সেই সময় আমার মনে হয়েছিল, আরও একটু মনোযোগী হলে ভালো হতো। ৩৬ বা ৩৭ ওভারে আউট হয়ে গিয়েছি। ৪০-৪৫ ওভার পর্যন্ত খেলতে পারলে আরও ভালো হতো।’

নাঈম মনে করেন এই ইনিংস তাঁকে আরও আত্মবিশ্বাসী করেছে। প্রাইম ব্যাংকের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘ইনিংসটা আমাকে অনেক আত্মবিশ্বাসী করবে। পরের ম্যাচে নতুন করে শুরু করতে হবে এবং দলে আরও অবদান রাখতে চাই।’

নিলামের আগেই পিএসএল জানাল, খেলবেন মোস্তাফিজ

বিমানবন্দরে জিম্বাবুয়ের তালে তালে নেচেছে বাংলাদেশ

কলকাতা কি মোস্তাফিজকে ক্ষতিপূরণ দেবে

‘ভারতে বাংলাদেশের খেলতে না চাওয়া ক্রিকেটের জন্য লজ্জার’

ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেলেন হেড

কোনো আলাপ-আলোচনা ছাড়াই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতীয় বোর্ড

দ্রাবিড়কে ছাড়িয়ে সাঙ্গাকারা-শচীনদের তাড়া করছেন স্মিথ

স্টোকসের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটারের ‘ঝগড়া থামাতে’ গেলেন পাকিস্তানি আম্পায়ার

বিপিএলে আতশি কাচে সুজনও

‘বাংলাদেশে মাহমুদউল্লাহর মতো সেরা ফিনিশার আর কেউ নেই’