হোম > খেলা > ক্রিকেট

১৭৬ রান করেও মন ভরেনি নাঈম শেখের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিপিএলে ১৭৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন নাঈম শেখ। ১২৫ বলের ইনিংসে মেরেছেন ১৮ চার ও ৮ ছক্কা। ছবি: বিসিবি

সময়টা দারুণ যাচ্ছে নাঈম শেখের। গত কয়েক মাসে তিন সংস্করণেই দারুণ ছন্দে এই বাঁহাতি ব্যাটার। নভেম্বরে জাতীয় লিগের প্রথম শ্রেণির ম্যাচে ৪৭১ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক, গত ডিসেম্বরে এনসিএল টি-টোয়েন্টিতে ৩১৬ রান করে আবারও হয়েছেন সর্বোচ্চ রানসংগ্রাহক। সবশেষ বিপিএলে ৫১১ রান করে যথারীতি টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। এবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন নাঈম।

নাঈমের ক্যারিয়ারের সেরা ইনিংসের সুবাদে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব আজ বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর গড়েছে (৪২২ রান)। এর আগে দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় ইনিংস ছিল ৩৯৩, বিকেএসপিতে আবাহনী লিমিটেডের বিপক্ষে প্রাইম ব্যাংকই করেছিল। পুরোনো রেকর্ড নিজেরাই ভেঙে নতুন ইতিহাস গড়েছে দলটি। দলের ভিডিও বার্তায় নাঈম নিজের ইনিংস নিয়ে বলেন, ‘১৭৬ রান করতে পেরে অবশ্যই ভালো লাগছে। লম্বা সময় ব্যাটিং করতে পেরেছি। এটা আমার ভালো লাগছে। তবে সেই সময় আমার মনে হয়েছিল, আরও একটু মনোযোগী হলে ভালো হতো। ৩৬ বা ৩৭ ওভারে আউট হয়ে গিয়েছি। ৪০-৪৫ ওভার পর্যন্ত খেলতে পারলে আরও ভালো হতো।’

নাঈম মনে করেন এই ইনিংস তাঁকে আরও আত্মবিশ্বাসী করেছে। প্রাইম ব্যাংকের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘ইনিংসটা আমাকে অনেক আত্মবিশ্বাসী করবে। পরের ম্যাচে নতুন করে শুরু করতে হবে এবং দলে আরও অবদান রাখতে চাই।’

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি