হোম > খেলা > ক্রিকেট

দক্ষিণ আফ্রিকা সফরের ফল নিয়ে দুশ্চিন্তার কারণ নেই, বলছেন শাস্ত্রী

দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারের পর ওয়ানডেতেও ধবলধোলাই হয়েছে ভারত। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে জিতে সফর শুরু করলেও পরে আর একটি ম্যাচও জিততে পারেননি বিরাট কোহলি-লোকেশ রাহুলরা। ভারতীয় দলের সাবেক কোচ রবি শাস্ত্রী অবশ্য মনে করেন, দক্ষিণ আফ্রিকা সফরের ফল দিয়ে ভারতকে বিচার করাটা ঠিক হবে না।

শাস্ত্রীর দাবি, এই ফল দিয়ে ভারতের এই দলটার সঠিক মূল্যায়ন হবে না। তিনি মনে করেন, একটি দলের পক্ষে সব সিরিজ জেতা কখনোই সম্ভব নয়, ‘একটা সিরিজ হারলেই মানুষ সমালোচনা শুরু করে। কোনো দল সব ম্যাচ জিততে পারে না। এই  দলটা গত পাঁচ বছর ধরে এক নম্বর দল ছিল। তারা একাধিক সাফল্য পেয়েছে। হঠাৎ করেই খারাপ হয়ে যাবে কেন? ভারতীয় দলকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।’  

টেস্ট সিরিজ হারের পর কোহলি হঠাৎ নেতৃত্ব ছেড়ে দেন। অধিনায়ক হিসেবে কাপ না জিতলেও ক্রিকেটার হিসেবে তাঁর গুরুত্ব কোনো দিন কমবে না বললে মনে করেন শাস্ত্রী। সাবেক এই ভারতীয় কোচ বলেন, ‘নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত বিরাটের নিজের। সেটাকে সম্মান জানাই। তার আগে অনেক বড় ক্রিকেটাররাও অধিনায়কত্ব ছেড়েছে। গাভাস্কার, শচীন, ধোনি ছেড়েছে। এবার বিরাট ছাড়ল। পরে তারা প্রত্যেকেই ব্যাটিংয়ে মনোযোগ দিয়েছিল।’

এর আগেও ভারতীয় ক্রিকেটে অনেক অধিনায়ক তাঁদের সময় একটাও বিশ্বকাপ জেতেননি মনে করিয়ে দিয়ে শাস্ত্রী বলেন, ‘সৌরভ, দ্রাবিড়, কুম্বলে জেতেনি। ওরা কি তাহলে খারাপ ক্রিকেটার? ভারতের কিন্তু দুজন বিশ্বকাপজয়ী অধিনায়ক আছে—কপিল ও ধোনি। শচীকেও বিশ্বকাপ জিততে ছয়টি বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।’

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি