হোম > খেলা > ক্রিকেট

পার্থ টেস্ট

জয়সওয়াল-রাহুলের জুটিতে পার্থের লাগাম ভারতের হাতে

ক্রীড়া ডেস্ক    

রাহুল-জয়সওয়ালের জুটিতে বড় লিডের পথে ভারত। ছবি: সংগৃহীত

প্রথম দিনের ঠিক উল্টোটায় হলো পার্থে। সারাদিনে পড়ল মাত্র ৩ উইকেট! সব আবার অস্ট্রেলিয়ার। ৭ উইকেটে ৬৭ রানে দিন শুরু করে অজিরা স্কোরবোর্ডে ৩৭ রান জমা করতেই থামে প্রথম ইনিংসে। মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় ইনিংস শুরু করা ভারত অবশ্য আর বিপদে পড়েনি। ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল।

৫৭ ওভারে দুজনের নিরবিচ্ছিন্ন ১৭২ রানের ওপেনিং জুটিতে ভারত বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন পার করেছে ২১৮ রানের লিড নিয়ে। সেঞ্চুরির আশা নিয়ে আগামীকাল তৃতীয় দিন শুরু করবেন জয় জয়সওয়াল (৯০)। রাহুলও (৬২) থাকবেন সেই আশায়। সফরকারীরা প্রথম ইনিংসে থেমেছিল ১৫০ রানে।

পার্থের প্রথম দিনের দৃশ্যটা ছিল এমন—৭৬.৪ ওভারে ২১৭/১৭। আর দ্বিতীয় দিনে—৮২.২ ওভারে ২০৯/৩। আজ অজিদের বাকি যে ৩ উইকেট পড়েছে, সেসবও নিয়েছেন পেসাররা। তার ২টি পেয়েছেন হারশিৎ রানা। বাকিটি নিয়ে টেস্ট ক্যারিয়ারে ১১তম বারের মতন এক ইনিংসে ৫ উইকেট মুঠোয় পুরলেন জসপ্রীত বুমরা। দুই দিনের ২০ উইকেটের সবই পেলেন দুই দলের পেসাররা।

গতকাল শেষ দুই সেশনে প্রথম দিনের ঝাঁজটা দেখাতে পারেননি অজি পেসাররা। অবশ্য তাদের সব চেষ্টা নস্যাৎ করে দিয়েছেন জয়সওয়াল ও রাহুল। দুজনে বড় লিড এনে দিয়ে এখন ভারতীয়দের মনে জয়ের বীজই রোপণ করে দিয়েছেন। তার মধ্যে জয়সওয়াল ধৈর্যশীল ১৯৩ বলের ইনিংস খেলার পথে মিচেল স্টার্ককে উত্তেজিত করার চেষ্টা করেছেন। অজি ফিল্ডারদের সঙ্গে মজা করতেও ছাড়েননি। গড়েছেন টেস্টে এক বছরে সর্বোচ্চ ছয় মারার কীর্তি।

২০১৪ সালে ৩৩ ছয় মেরেছিলেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার ব্রেন্ডন ম্যাককালাম। জয়সওয়ালের এ বছর ছয়ের সংখ্যা দাঁড়াল ৩৪। অস্ট্রেলিয়ায় রাহুলের সঙ্গে তাঁর জুটি ভারতীয়দের পক্ষে ওপেনিংয়ে দ্বিতীয় সর্বোচ্চও। তাঁদের সামনে এখন সিডনিতে ১৯৮৬ সালে সুনীল গাভাস্কার-কৃষ্ণমাচারী শ্রীকান্তের ১৯১ রানের জুটি ভাঙারও সুযোগ। সেই ম্যাচে দুজনই সেঞ্চুরি পেয়েছিলেন। রাহুল-জয়সওয়াল সেই জুটি ভাঙতে পারলে ভারতের বড় লিডের সঙ্গে জয়ের আশাটাও আরও উজ্জ্বল হবে।

নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী