হোম > খেলা > ক্রিকেট

ফাইনালে আবারও ব্যর্থ কোহলি

আরমান হোসেন


ঢাকা: আইসিসির আরও একটি টুর্নামেন্টের ফাইনালে ব্যর্থ বিরাট কোহলি! সাউদাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে কাইল জেমিসনের বলে ফিরেছেন ৪৪ রানে। দ্বিতীয় ইনিংসেও আত্মাহুতি দিয়েছেন সেই জেমিসনের বলে। এবার করেছেন ১৩ রান। শুধু এ ফাইনালই নয়, আইসিসি টুর্নামেন্টের বেশির ভাগ নকআউট পর্বের ম্যাচেই নিজেকে খুঁজে ফেরেন কোহলি! 

২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল ভারত। নিউজিল্যান্ডের দেওয়া ২৪০ রান তাড়া করতে নেমে ৬ বল খেলে মাত্র ১ রান করেই ফিরে যান কোহলি। ভারত ম্যাচটা হারে ১৪ রানে।

২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেও একই ছবি। পাকিস্তানের দেওয়া ৩৩৪ রানের বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মোহাম্মদ আমিরের বলে পয়েন্টে শাদাব খানের হাতে ক্যাচ দেওয়ার আগে কোহলি করেছিলেন ৯ বলে ৫ রান। ভারত ম্যাচটা হেরেছিল ১৮০ রানে। অধিনায়ক হিসেবে আইসিসির এই তিনটি নকআউট ম্যাচেই ব্যর্থ কোহলি। 

অধিনায়কত্ব পাওয়ার আগেও আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্বে ব্যর্থ হয়েছেন কোহলি। ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে করেছিলেন ১৩ বলে ১ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হার ৯৫ রানে। ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেও বড় ইনিংস খেলতে পারেনি কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে ৩৪ বলে করেছিলেন ৪৩ রান করলেও ভারত অবশ্য ম্যাচ জিতেছিল ৫ রানে। ২০১১ বিশ্বকাপ ভারত জিতেছিল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ফাইনালে তরুণ কোহলির ব্যাট থেকে এসেছিল ৪৯ বলে ৩৫ রান। 

গত এক দশকে বিশ্ব ক্রিকেটে নিজেকে অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করেছেন কোহলি। তিন সংস্করণেই একমাত্র ব্যাটসম্যান, যাঁর পঞ্চাশোর্ধ্ব গড়। এই কোহলি আইসিসির নকআউট পর্ব এলেই কেন যেন বোতলবন্দী হয়ে যান! আইসিসির সর্বশেষ ছয়টি টুর্নামেন্টের নকআউট পর্বে একটিতেও ফিফটিও পাননি ভারতীয় ব্যাটিং সেনসেশন। কোহলির ব্যর্থতার খেরোখাতায় এবার যোগ হলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটাও! 

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের