হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের চেয়ে আফগানদের এগিয়ে রাখছেন মিসবাহ–মালিকরা

ক্রীড়া ডেস্ক    

রাতে মুখোমুখি হবে বাংলাদেশ–আফগানিস্তান। ছবি: সংগৃহীত

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচটিতে লিটন দাসদের চেয়ে রশিদ খানদের জয়ের সম্ভাবনা বেশি দেখছেন পাকিস্তানের সাবেক তিন ক্রিকেটার মিসবাহ উল হক, শোয়েব মালিক ও উমর গুল।

মূলত সাম্প্রতিক ফর্ম এবং শরীরী ভাষার কারণে আফগানিস্তানকে এগিয় রাখছেন তারা। এদিক থেকে বেশ পিছিয় আছে বাংলাদেশ। বিশেষ করে ব্যাটারদের ধারাবাহিকতার অভাব বেশি ভোগাচ্ছে তাদের। বিপরীতে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন সাদিকুল্লাহ অতল, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাইরা। এছাড়া বোলিং এবং ফিল্ডিংয়েও দারুণ সময় পার করছে আফগানিস্তানের ক্রিকেটাররা। সব মিলিয়ে তাই আফগানদের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা খুব কমই দেখছেন মিসবাহ, মালিকরা।

গেম অন শোতে হাজির হয়ে মিসবাহ বলেন, ‘সাম্প্রতিক পারফরম্যান্স বলছে–বাংলাদেশকে আরও ভালো করতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মনে হয়েছে তাদের জয়ের তাড়না ছিল না। অথচ আফগানিস্তানকে দেখুন। মাঠে ওরা এমনভাবে খেলেছে তাতে মনে হয়েছে যেন তাদের কাছে সেটাই ফাইনাল ম্যাচ। দুই দলের মধ্যে এটাই বড় পার্থক্য।’

দুই দলের পার্থক্য দেখাতে গিয় মালিক বলেন, ‘শরীরী ভাষায় আফগানিস্তান এগিয়ে আছে। এটার লাভ হলো; দলের দুই একজন ফর্মে না থাকলেও আপনি জিতে যাবেন। তাই আফগানিস্তানকে হারাতে চাইলো বাংলাদেশকে শরীরী ভাষায় পরিবর্তন আনতে হবে। এদিক থেকে তারা বেশ পিছিয়ে।’

আফগানিস্তানের বিপক্ষে জিততে চাইলে বাংলাদেশের ব্যাটারদের ভালো করতে হবে বলে মনে করেন গুল, ‘বাংলাদেশের ব্যাটাররা ছন্দে নেই। লিটন রানের দেখা পাচ্ছে। কিন্তু উপরে নিচে বাকিরা রান করতে পারছে না। জাকের ব্যাট হাতে ছন্দে আছে। কিন্তু আপনি সেটাকে দারুণ কিছু বলতে পারবেন না। এদিক থেকে আফগানিস্তানের ব্যাটাররা দারুণ করছে। গুরবাজ ফর্মে নেই। কিন্তু বাকিরা রান পাচ্ছে।’

ভারতে মোস্তাফিজদের নিরাপত্তা নিয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ করবে বিসিবি

সবচেয়ে কম খরুচে রিশাদ, ১৪ বছর পর ওয়ার্নারের সেঞ্চুরি

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

‘মোস্তাফিজ ইস্যুর পর ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ’

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ‘প্রতিবাদ’ জানাবে বিসিবি

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

সমালোচকদের একহাত নিলেন মাহমুদউল্লাহর স্ত্রী

ধুন্ধুমার শুরুর পর সিলেটে রানখরা

‘খলনায়ক’ রিয়াদের ব্যাটেই জিতল রংপুর

২ ম্যাচ খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ক্রেমার