হোম > খেলা > ক্রিকেট

বোলিং শুরু করেছেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যখন বাংলাদেশ আর আফগানিস্তান টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে, আরেক দিকে ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে নেমেছেন সাকিব আল হাসান। এদিন একাডেমি মাঠে রানিং শেষে ইনডোরে বোলিংও করতে দেখা গেল তাঁকে।

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোটে পড়ার পর প্রথমবার বল হাতে তুলে নিলেন সাকিব। সাকিবকে দেখে একটা জিনিস আলাদা করে চোখে পড়েছে, আঘাত পাওয়া আঙুলে এত দিন যে ক্যাপটা পরেছিলেন, তা খুলে ফেলেছেন। জানা গেছে, আঙুলে আগের চেয়ে ভালো বোধ করছেন সাকিব। ছোট্ট রানআপে তাই বোলিং শুরু করেছেন। রানিং বাদ দিয়ে যেহেতু বোলিং শুরু করেছেন, আজ তাই সাকিবের সঙ্গীও পরিবর্তন হয়েছে। বিসিবির পুনর্বাসন প্রক্রিয়ার প্রধান জুলিয়ান ক্যালেফাতোর বদলে এদিন সাকিবকে সঙ্গ দিয়েছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

ইনডোরে এদিন ছোট্ট রানআপে প্রায় ৩০ মিনিট বোলিং করেছেন সাকিব। লাল বল দিয়ে শুরু করে পরে সাদা বলেও বোলিং করেছেন তিনি। এক-দুই ধাপ দৌড়ে একের পর এক বল করে গেছেন। ফাঁকে ফাঁকে কথা বলেছেন হেরাথের সঙ্গে। টানা বোলিং করে ক্লান্তি দূর করতে ফাঁকে ফাঁকে বিশ্রামও নিয়েছেন।

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি