হোম > খেলা > ক্রিকেট

আইপিএল বাংলাদেশের ফ্যান বেজ ব্যবহার করে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার লক্ষ্য থাকে অনেক ক্রিকেটারই। এবার আইপিএলে বাংলাদেশের হয়ে খেলছেন মোস্তাফিজুর রহমান ও লিটন দাস। চার্টার্ড ফ্লাইটে (ভাড়া করা বিমানে) মোস্তাফিজকে নিয়ে গেলেও এখনো পর্যন্ত এক ম্যাচেই তাঁকে একাদশে নিয়ে নেমেছে দিল্লি ক্যাপিটালস। লিটন এখনো কলকাতা নাইটরাইডার্সের একাদশে সুযোগ পাওয়ার অপেক্ষা। 

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আইপিএলে লিটন-মেস্তাফিজের প্রতি প্রত্যাশা নিয়ে সাংবাদিকদের মাশরাফি বিন মুর্তজা বললেন, ‘আইপিএলে লিটন খেলবে কি খেলবে না, এটা আমার চিন্তার বিষয় না। আইপিএল আমার কাছে মাথাব্যথা না, মাথাব্যথা হচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ দল ভালো খেলবে, আমরা যারা আছি, আপনারা যারা আছেন, সবাই খুশি হব।’

আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ শেষে লেজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি বললেন, ‘আইপিএলে লিটন খেলছে, খুবই ভালো যে আমাদের হয়ে একজন খেলছে। কিন্তু আপনি দেখুন, আমাদের মোস্তাফিজকে চার্টার্ড ফ্লাইটে নিয়ে ম্যাচ খেলাবে না। এখানে অনেক বিষয় থাকে, সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয় থাকে, আমরাও উদ্গ্রীব হয়ে যাই। বাংলাদেশ ক্রিকেটের একটা ফ্যান বেজ আছে। যেটা হয়তো তারা ব্যবহার করতে পারে। এই অগ্রাধিকার দেওয়া, আমাদের খেলোয়াড়দের তো ওই সামর্থ্য আছে। আমাদের নিলে যেন খেলায়। কিন্তু হয় না। এই জন্য এটা নিয়ে মাথাব্যথা করে লাভ নেই, আমাদের মাথাব্যথা হচ্ছে বাংলাদেশ দল।’

বিশ্বকাপ খেলা হলো না বাংলাদেশের

আইসিসি বাংলাদেশের সঙ্গে অবিচার করেছে: ক্রীড়া উপদেষ্টা

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ

ক্রিকেটারদের সঙ্গে কী আলোচনা হয়েছিল ক্রীড়া উপদেষ্টার

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

বিশ্বকাপের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে চলছে লিটনদের বৈঠক

বিপিএল ফাইনাল নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে মেহেদীর কী কথা হয়েছে

বিসিবি-সরকার যা বলবে, খেলোয়াড় হিসেবে সেটাই করা উচিত—বিশ্বকাপ ইস্যু নিয়ে মেহেদী

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

মিরাজ মানসিকভাবে শান্তিতে ছিল না, বলছেন সিলেটের কোচ