হোম > রাজনীতি

এনপিপিতে ফের আম নিয়ে কাড়াকাড়ি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আবারও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নেতৃত্ব নিয়ে কাড়াকাড়ি শুরু হয়েছে। তাই দুই পক্ষকেই ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। আম প্রতীকের দলটির দুই পক্ষের শুনানি শেষে ইসি সিদ্ধান্ত এ বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দলটির বর্তমান চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু অংশের শুনানি করেছে ইসি। আরেক পক্ষ ফরিদুজ্জামান ফরহাদ অংশের শুনানি অনুষ্ঠিত হবে আগামী রোববার।

ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার শুনানি শেষে শেখ ছালাউদ্দিন ছালু সাংবাদিকদের বলেন, ‘ইসির ওয়েবসাইটে চেয়ারম্যান হিসেবে এখনো আমার নামই আছে। কমিশন বলেছে, তারা তো একটি আবেদন দিয়েছে। এটি খণ্ডন করে আপনি একটি চিঠি দেন।’

জানা যায়, এর আগে ২০১৪ সালে ১৬ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদুজ্জামান ফরহাদকে মহাসচিব পদ থেকে বহিষ্কার করে এনপিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। দলটির নেতৃত্ব নিয়ে টানাটানি শুরু হয়। এরপর ২০১৫ সালের ডিসেম্বরে ড. ফরহাদ প্রথম ইসির কাছে ‘আম’ প্রতীক দাবি করে আবেদন করেন। পরে দুই পক্ষের শুনানি শেষে ২০১৬ সালের মে মাসে ইসি সিদ্ধান্ত দেয় যে আম প্রতীক নিলুর হাতেই থাকবে।

জাতীয় পার্টির সাবেক নেতা শওকত হোসেন নিলুর নেতৃত্বে ১৯ জুলাই ২০০৭ সালে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। পরে ২০০৮ সালে আম প্রতীক নিয়ে ইসির নিবন্ধন পায় দলটি। দলটি বর্তমানে দুইটি অংশে বিভক্ত। একটি বিশ দলীয় জোটের শরিক অপরটি এনডিএফ নামে নতুন জোটের নেতৃত্ব দিচ্ছে।

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ

পাক বাহিনীর হয়ে বুদ্ধিজীবীদের বাড়ি থেকে কারা তুলে নিয়ে গিয়েছিল, ভালো করেই জানি: মির্জা ফখরুল