হোম > রাজনীতি

অনিশ্চয়তার কারণে তরুণেরা বিদেশে চলে যাচ্ছে: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর তিন ভাগের দুই ভাগই তরুণ। তাদের শিক্ষা নেই, প্রশিক্ষণ নেই। বেকার এই তরুণেরা সমাজের কোনো কাজেই আসছে না। তারা দিন দিন হতাশ হয়ে পড়ছে। এই অনিশ্চয়তার কারণে হাজার হাজার তরুণ বিদেশে চলে যাচ্ছে।’ 

বুধবার (২৭ মার্চ) রাজধানীতে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এই আয়োজন করা হয়। 

কাদের বলেন, হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনার জন্য দেশ ছাড়লেও, শিক্ষা জীবন শেষ করে আর দেশে ফিরছে না। এতে, মেধাবী সন্তানদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে দেশ। এর বিরূপ প্রভাবে দীর্ঘমেয়াদি ক্ষতির শিকার হবে বাংলাদেশ। 

দেশের চিকিৎসাব্যবস্থার সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, হাসপাতালগুলোয় অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতি নিত্যনৈমিত্তিক বিষয়। চিকিৎসক থাকেন না, তাঁরা বেসরকারি হাসপাতালে বেশি সময় দেন। সরকারি হাসপাতালগুলোতে পরীক্ষা-নীরিক্ষার যন্ত্রপাতি থাকলেও, তা সারা বছরই অচল থাকে। যাঁদের সামর্থ্য থাকে তাঁরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। সম্ভব হলে বিদেশেও যান চিকিৎসা নিতে। 

জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল প্রমুখ।

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ মর্মে সংবাদ, নিন্দা জামায়াত আমিরের

মায়ের ত্যাগ-উদারতার উদাহরণ থেকেই শক্তি, ঐক্য ও দেশপ্রেম খুঁজে পাই: তারেক রহমান

‘আপনারা সেই শক্তি, যার কারণে জাতি আমার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে’

শোকার্ত জনসমুদ্রের সশ্রদ্ধ বিদায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভিন্ন পরিচয়ে নির্বাচনে আ.লীগ

নতুন বছরে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের