হোম > রাজনীতি

নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী। ছবি: আজকের পত্রিকা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মন্তব্য করায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছে দলটি। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গত বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে নিজের নাগরিকত্ব নিয়ে ওঠা প্রশ্নের জবাবে নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘এখন কেবল আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয়, আমি বিদেশি নাগরিক, তাহলে তো কালকে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে হয়।’

তিনি আরও বলেন, ‘আমি আবেদন করব, আপনারা বুঝেশুনে কথা বলবেন, আমাকে যদি আপনি দোষারোপ করেন, সেই ঢিল কিন্তু অন্যের ওপর গিয়ে পড়তে পারে।’

উপদেষ্টার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী। তারেক রহমানকে নিয়ে ড. খলিলের এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নিরাপত্তা উপদেষ্টা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াতে এমন বক্তব্য দিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে রিজভী বলেন, এ ধরনের বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে রাখলে সরকারের জন্য সুনাম বয়ে আনবে না। অবিলম্বে তাঁর পদত্যাগ দাবি করছি।

এই বিএনপি নেতা আরও বলেন, ‘আমার বক্তব্য স্পষ্ট —রাষ্ট্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ নেই। ড. খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে-বিদেশে তাঁর অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য জনগণের সামনে হাজির করতে হবে।’

রিজভী বলেন, ‘ফ্যাসিবাদের দেড় দশক ড. খলিল কোথায় ছিলেন? বিদেশে তাঁর স্ট্যাটাস কী ছিল? ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর ভূমিকা কী ছিল, অবশ্যই এর জবাব জনগণকে জানতে হবে।’

মানবিক করিডর প্রসঙ্গে খলিলের ভূমিকা নিয়ে ইতিমধ্যে মানুষের মনে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন রিজভী।

নির্বাচনী প্রতিশ্রুতি: ন্যায়বিচার নিশ্চিত করবে জামায়াত

সংস্কারের প্রতিশ্রুতিতে এনসিপির প্রচার শুরু

সিলেটে তারেক: দেশ বাঁচাতে ভোট দিন ধানের শীষে

লেটার টু তারেক রহমানসহ বিএনপির পাঁচ নির্বাচনী কর্মসূচি

ক্ষমতায় গেলে খাল সংস্কারসহ মিরপুরবাসীর জন্য যেসব প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির

২০০০ টাকার ফ্যামিলি কার্ড নিতে ১ হাজার টাকার ঘুষ লাগবে না তো—প্রশ্ন নাহিদের

আগে ভোট ডাকাতি হয়েছে, এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে: তারেক রহমান

আগেই নিজ থেকে ভালো হয়ে যান—সন্ত্রাসী-চাঁদাবাজদের হুঁশিয়ারি দিলেন ঢাকা-১৮ আসনে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর

স্বৈরশাসন-চাঁদাবাজির নীতিতে যাঁরা আসতে চান, জনগণ তাঁদের লাল কার্ড দেখাবে: এহসানুল মাহবুব জুবায়ের

মিরপুরে জামায়াত আমিরের সমাবেশ, বাড়ছে লোকসমাগম