হোম > রাজনীতি

স্বাক্ষর জাল করে বিএনপির দলীয় নির্দেশনা, যা জানালেন রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তি ‘বানোয়াট ও ভুয়া’ বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর স্বাক্ষর জাল করে ছড়িয়ে পড়া ওই প্রেস বিজ্ঞপ্তির প্রতিবাদ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছেন। 

আজ শুক্রবার সকালে এ বিষয়ে সতর্কতামূলক একটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে। সেখানে দলীয় নেতা-কর্মীদের অবহিতকরণ বার্তা দেন তিনি। 

বিজ্ঞপ্তিতে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, ‘আমি নিম্ন স্বাক্ষরকারী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে গত ১৪ আগস্ট ২০২৪, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিম্নে উল্লেখ করা হলো— ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির যে সকল নেতা-কর্মী দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক আয়োজিত জাতীয় নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনসহ সকল স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে বহিষ্কৃত অবস্থায় আছেন এবং যে সকল নেতা-কর্মীর বিরুদ্ধে এসকল তামাশার নির্বাচনে প্রচার প্রচারণায় সক্রিয় অংশগ্রহণের সুস্পষ্ট অভিযোগ রয়েছে, তাদের সঙ্গে সকল পর্যায়ের নেতা-কর্মীদের কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হলো। এ সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ প্রদান করা হলো।’ 

তিনি আরও বলেন, ‘উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। গত ১৪ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।’

বিএনপির চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে জি এম কাদেরের অভিনন্দন

বিরাজমান পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়: জামায়াত

নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

আসিফ মাহমুদকে চেয়ারম্যান করে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

তারেক রহমানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূত ও অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

বাসা থেকে হেঁটে অফিসে গেলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন

বিএনপির বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: নজরুল ইসলাম খান

রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান