হোম > রাজনীতি

২৪ ডিসেম্বর ঘিরে উসকানি দেবেন না: বিএনপিকে কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসছে ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের দিন দেশের জেলা ও মহানগরে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সংঘাত এড়াতে সেদিন কোনো ওই কর্মসূচি থেকে সরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জাতীয় সম্মেলনের মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির প্রস্তুতি সভায় এ আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে সারা দেশে থেকে নেতা কর্মীরা ঢাকায় আসবে। ওই দিন বিএনপির গণমিছিল করা মানে সংঘাত সৃষ্টি করতে চাওয়া। আর গণমিছিল বন্ধ করা মানে বিএনপির শুভ বুদ্ধির উদয় হওয়া। 

বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘গণমিছিলের কারণে সমস্যা হতে পারে, আপনারা ঢাকার বাইরে গিয়ে মিছিল করুন। এসব বিষয়ে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা সংঘাতের আশঙ্কা করছে, তা থেকে এড়িয়ে চলতে হবে। ২৪ ডিসেম্বরকে ঘিরে কোনো উসকানি দেবেন না।’ 

বিএনপির ১০ ডিসেম্বরের গণসমাবেশের রেশ আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এখনো বয়ে চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের। বিএনপি ১০ ডিসেম্বর যা চেয়েছে, তার কিছু করতে পারেনি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘তাঁরা সরকারকে লাল কার্ড দেখানোর কথা বলেছিল। কিন্তু জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে। বিএনপির গণ সমাবেশে আমরা জয়-পরাজয় কিছু দেখছি না। আওয়ামী লীগ সতর্ক অবস্থানে ছিল সেদিন।’ 

সভায় ওবায়দুল কাদের ছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম প্রমুখ।

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’