আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভা করবে আওয়ামী লীগ। ওই জনসভায় দলীয় সভাপতি শেখ হাসিনা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শুক্রবার সন্ধ্যায় গণভবনের গেটে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে তিনি দলটির ২১তম সম্মেলন বিষয়ে কথা বলেন।
ওবায়দুল কাদের জানান, সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। তা এক দিনেই শেষ হবে। সকালে উদ্বোধনী অধিবেশন, বিকেলে কাউন্সিল অধিবেশন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।
এ ছাড়া বর্তমান বৈশ্বিক সংকটের কারণে ব্যয় কমাতে ২২তম জাতীয় সম্মেলন আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবে বলে জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি কার্যনির্বাহী বৈঠকে বলেন, ‘খরচ কমানোর জন্য আয়োজন হবে সাদামাটা৷’ সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের নির্দেশ দেন তিনি।