হোম > রাজনীতি

বিএনপির সদস্যপদও হারালেন তৈমুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের প্রাথমিক সদস্যপদও বাতিল করেছে বিএনপি। সেই সঙ্গে তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট মহানগর সাধারণ সম্পাদক এটিএম কামালেরও সদস্যপদ বাতিল করা হয়েছে। 

মঙ্গলবার রাতে এই দুই নেতাকে বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়। তবে বহিষ্কারের বিষয় তাঁরা কিছুই জানেন না বলে দাবি করেন। তাঁরা জানান, দল থেকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি কিংবা ফোন কল পাননি তাঁরা। 

দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী হওয়ায় তৈমুর আলম খন্দকারকে এর আগেই চেয়ারপারসনের উপদেষ্টা ও আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এবার হারালেন প্রাথমিক সদস্য পদও। এ বিষয়ে তৈমুর আলম খন্দকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তো বলতে পারব না বিষয়টা। আপনাদের কাছ থেকে শুনলাম। নারায়ণগঞ্জে রাজনৈতিক মহামারি চলছে। নৌকার পক্ষে না নামার কারণে এরই মধ্যে আওয়ামী লীগ থেকে অনেককে বহিষ্কার করা হয়েছে। একইভাবে হাতির পক্ষে নামার কারণে এখন বিএনপির লোকজনকে বহিষ্কার করা হচ্ছে। তবে যাই করা হোক না কেন আমি যে অবস্থায় আছি, মনে করি আমি ভালো আছি।’ 

একই বিষয়ে সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, ‘বিষয়টি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি। আমার কাছে আনুষ্ঠানিকভাবে কোনো ফোন বা চিঠি আসেনি। তবে আমাকে যদি বহিষ্কার করা হয়েও থাকে তাতেও আপত্তি নেই। পদ পদবি যেতে পারে, সদস্য পদ যেতে পারে তবুও আমি দলের সমর্থক হিসেব থাকব। দলের সাথেই থাকব।’ 

 ২০২১ সালের ২৬ ডিসেম্বর তৈমুর আলম খন্দকারকে জেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। নির্বাচনের মাঠে অনড় থাকায় নতুন বছরের ২ জানুয়ারি তাঁকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা