হোম > রাজনীতি

সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট, জবি ছাত্রলীগের ৬ নেতা–কর্মীকে অব্যাহতি

জবি প্রতিনিধি

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট দেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৬ কর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

আজ রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায়, মো. মাসুম বিল্লা (১১ ব্যাচ, চারুকলা বিভাগ), শফিকুল ইসলাম আপন (১২ ব্যাচ), আফিয়া আক্তার (১৪ ব্যাচ, বাংলা বিভাগ), হাসান ইসলাম সান (১৫ ব্যাচ, দর্শন বিভাগ), জারিফ তাজওয়ার (সহসভাপতি, পরিসংখ্যান বিভাগ ছাত্রলীগ) ও মো. ইশাকে (সভাপতি, হিসাব বিজ্ঞান বিভাগ ছাত্রলীগ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হলো। 

জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসাইন। তিনি বলেন, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকের নির্দেশে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।’ 

সাঈদীকে নিয়ে পোস্ট দেওয়ায় অব্যাহতি দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি তা না। তাঁরা আমাদের আদর্শ পরিপন্থী কাজ করেছেন তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি বলেন, ‘সাঈদী রাজাকার, সে যুদ্ধাপরাধী ছিল। তাকে নিয়ে ছাত্রলীগ কর্মী পোস্ট দেবে কেন? এ রকম করলে শাস্তির আওতায় আনা হবে।’ 

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, ‘শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য তাঁদের বহিষ্কার করা হয়েছে। চিহ্নিত রাজাকার দেশদ্রোহীদের পক্ষে কেউ পোস্ট দেবে এটা তো বড় ধরনের অপরাধ এবং শৃঙ্খলা পরিপন্থী সংগঠনের জন্য।’ 

অব্যাহতি পাওয়া হাসান ইসলাম সান (১৫ ব্যাচ, দর্শন বিভাগ) বলেন, ‘আমি এর আগে পাবনায় জেলায় ছাত্রলীগ করতাম। পরবর্তীতে জগন্নাথে এসে ছাত্রলীগ কর্মী হিসেবে কাজ করি আক্তার ভাইয়ের সাথে। আমার পরিবারকেও আওয়ামী পরিবার হিসেবে সবাই চেনে। আমি মনে করি, সাঈদী একজন ইসলামি স্কলার এবং কোরআনের মুফাসসির। তাই ধর্মীয় দিক থেকে আমি তাঁকে নিয়ে পোস্ট করেছি। এতে আমাকে বহিষ্কার করলে তা দুঃখজনক।’ 

অব্যাহতি পাওয়া আরেক শিক্ষার্থী শফিকুল ইসলাম আপন (১২ ব্যাচ) বলেন, ‘আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। কেন বহিষ্কার করা হয়েছে। কোনো কিছু না বলে এভাবে হঠাৎ কেন বহিষ্কার আদেশ দিয়েছে তারাই ভালো জানে।’

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে উসকানিমূলক কথাবার্তা বলছে: মির্জা আব্বাস

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু