রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদকে নিবন্ধন না দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেছেন ড. রেজা কিবরিয়া। এতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিবসহ তিনজনকে বিবাদী করা হয়েছে।
আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীর আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া।
তিনি বলেন, ‘আশা করি আগামী রোববার রিটটি শুনানির জন্য কার্য তালিকায় থাকবে। আবেদনে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিতে নির্দেশনা চাওয়া হয়েছে।’
উল্লেখ্য গণ অধিকার পরিষদকে নিবন্ধন না দেওয়ার কারণ জানিয়ে গত ২৯ আগস্ট ড. রেজা কিবরিয়াকে চিঠি দেয় নির্বাচন কমিশন। নিবন্ধনের শর্ত যথাযথভাবে প্রতিপালিত না হওয়ার বিষয়ে জানানো হয় নির্বাচন কমিশনের চিঠিতে।