জাতীয় পার্টি (জাপা) থেকে বহিষ্কারের দেড় মাস পর মশিউর রহমান রাঙ্গাকে বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে অব্যাহতি দিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। আজ শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই খবর জানান জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম। দলের গঠনতন্ত্রের ধারা ২২ উপধারা ২-এর প্রদত্ত ক্ষমতাবলে রাঙ্গাকে বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা ও গত ৮ অক্টোবর তারিখে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ১৪ সেপ্টেম্বর রাঙ্গাকে প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেন জি এম কাদের।
গত আগস্টের শেষ দিকে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের পরিবর্তে জি এম কাদেরের নাম প্রস্তাব করে স্পিকারের কাছে আবেদন করে জাতীয় পার্টি। ওই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেননি স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এই অবস্থায় রাঙ্গাকে বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে অব্যাহতি দিলেন জাপার চেয়ারম্যান।