হোম > রাজনীতি

এ কী কথা শুনি আজি মন্থরার মুখে, প্রধান বিচারপতির বক্তব্য প্রসঙ্গে আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদায়ী প্রধান বিচারপতি ফয়েজ সিদ্দিকীর বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এ কী কথা শুনি আজি মন্থরার মুখে!’

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভায় তিনি প্রধান বিচারপতির বিদায়ী ভাষণ নিয়ে তিনি এই মন্তব্য করেন। দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

আজ বৃহস্পতিবার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি ফয়েজ সিদ্দিকী বলেন, ‘বিচার বিভাগ প্রজাতন্ত্রের হৃৎপিণ্ড। একটি দেশের জনগণ শাসন বিভাগ বা আইন বিভাগের প্রতি আস্থা হারিয়ে ফেলতে পারেন, কিন্তু বিচার বিভাগের প্রতি আস্থা হারালে সেই জাতিকে খারাপ দিনটির জন্য অপেক্ষা করতে হবে। বিচার বিভাগ যদি আইনের নিরপেক্ষ প্রয়োগ করতে ব্যর্থ বা পিছপা হয়, তাহলে রাষ্ট্র ও নাগরিক ক্ষতিগ্রস্ত হতে বাধ্য।’

হাসান ফয়েজ সিদ্দিকীর এই বক্তব্য প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘এর অর্থ হলো—উনি (প্রধান বিচারপতি) স্বীকার করে নিলেন বাংলাদেশের বিচার বিভাগ পুরোপুরি একটি রাজনৈতিক পরিবেশে কাজকর্ম চালাচ্ছে। ওনার কথা থেকে তো তা-ই মনে হলো। এই বার্তা বিচার বিভাগের জন্য বার্তা, জনগণের প্রতি বার্তা, বিশ্ববাসীর প্রতি বার্তা। অর্থাৎ বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন নয়।’ 

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান বিচারপতির বিদায়ী ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিচারের নামে অবিচার করবেন। আর চেয়ার থেকে নামার সময় কথা বলবেন। চেয়ার রক্ষার জন্য শেখ হাসিনা যা বলবেন, তা-ই করবেন—এটার নাম বিচার বিভাগ না।’

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ‘ঐতিহাসিক প্রয়োজনে জিয়াউর রহমান এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি কোনো দিন প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, লগি-বইঠার রাজনীতিতে বিশ্বাস করে না। শৃঙ্খলা ও গণতান্ত্রিক পন্থা অবলম্বন করে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে বিএনপি।’

নির্বাচনী প্রতিশ্রুতি: ন্যায়বিচার নিশ্চিত করবে জামায়াত

সংস্কারের প্রতিশ্রুতিতে এনসিপির প্রচার শুরু

সিলেটে তারেক: দেশ বাঁচাতে ভোট দিন ধানের শীষে

লেটার টু তারেক রহমানসহ বিএনপির পাঁচ নির্বাচনী কর্মসূচি

ক্ষমতায় গেলে খাল সংস্কারসহ মিরপুরবাসীর জন্য যেসব প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির

২০০০ টাকার ফ্যামিলি কার্ড নিতে ১ হাজার টাকার ঘুষ লাগবে না তো—প্রশ্ন নাহিদের

আগে ভোট ডাকাতি হয়েছে, এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে: তারেক রহমান

আগেই নিজ থেকে ভালো হয়ে যান—সন্ত্রাসী-চাঁদাবাজদের হুঁশিয়ারি দিলেন ঢাকা-১৮ আসনে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর

স্বৈরশাসন-চাঁদাবাজির নীতিতে যাঁরা আসতে চান, জনগণ তাঁদের লাল কার্ড দেখাবে: এহসানুল মাহবুব জুবায়ের

মিরপুরে জামায়াত আমিরের সমাবেশ, বাড়ছে লোকসমাগম