হোম > রাজনীতি

বিশ্ব রাজনীতিতে এখন বাংলাদেশকে প্রয়োজন: সংসদে বেনজীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি স্বাধীনতা বিরোধী শক্তি উঠেপড়ে লেগেছে বলে সংসদে মন্তব্য করেছেন সরকার দলীয় একাধিক সংসদ সদস্য। তাঁরা বলেছেন, বাংলাদেশকে চাপ দিয়ে লাভ নেই। বাংলাদেশ এখন বন্ধুহীন নয়। বিশ্ব রাজনীতিতে এখন বাংলাদেশকে প্রয়োজন। বাংলাদেশের নির্বাচন নিয়ে কারও উপদেশ দেওয়ার প্রয়োজন নেই। 

রোববার (১১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তাঁরা এসব কথা বলেন। 

সরকারি দলের সংসদ সদস্য এবি তাজুল ইসলাম বলেন, ‘দেশের মানুষ বিশ্বাস করে, দেশে যথাসময়ে নির্বাচন হবে এবং আগামী নির্বাচন সুষ্ঠু হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ শান্তিরক্ষী মিশনে সেনা পাঠায়। দেশের শান্তি রক্ষায় বাংলাদেশ নিজেরাই যথেষ্ট। কেউ নির্বাচন নিয়ে উপদেশ দেওয়ার প্রয়োজন নেই।’ 

সরকারি দলের সংসদ সদস্য বেনজীর আহমদ বলেন, ‘দেশি–বিদেশি স্বাধীনতা–বিরোধী শক্তি উঠেপড়ে লেগেছে। বিশ্ব রাজনীতিতে এখন বাংলাদেশকে প্রয়োজন। বাংলাদেশকে চাপ দিয়ে লাভ নেই। বাংলাদেশ এখন বন্ধুহীন নয়।’ 

বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, ‘১৯৭০ সালের নির্বাচন কি ভালো ছিল না? তাদের উপদেশ শুনতে হবে! যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, সামরিক শাসন জারি করা হয়, হাজার হাজার সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়, তখন তারা মানবাধিকারের কথা বলেনি। এখন তারা নাকি গণতন্ত্রের জন্য ব্যস্ত।’

নির্বাচনী প্রতিশ্রুতি: ন্যায়বিচার নিশ্চিত করবে জামায়াত

সংস্কারের প্রতিশ্রুতিতে এনসিপির প্রচার শুরু

সিলেটে তারেক: দেশ বাঁচাতে ভোট দিন ধানের শীষে

লেটার টু তারেক রহমানসহ বিএনপির পাঁচ নির্বাচনী কর্মসূচি

ক্ষমতায় গেলে খাল সংস্কারসহ মিরপুরবাসীর জন্য যেসব প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির

২০০০ টাকার ফ্যামিলি কার্ড নিতে ১ হাজার টাকার ঘুষ লাগবে না তো—প্রশ্ন নাহিদের

আগে ভোট ডাকাতি হয়েছে, এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে: তারেক রহমান

আগেই নিজ থেকে ভালো হয়ে যান—সন্ত্রাসী-চাঁদাবাজদের হুঁশিয়ারি দিলেন ঢাকা-১৮ আসনে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর

স্বৈরশাসন-চাঁদাবাজির নীতিতে যাঁরা আসতে চান, জনগণ তাঁদের লাল কার্ড দেখাবে: এহসানুল মাহবুব জুবায়ের

মিরপুরে জামায়াত আমিরের সমাবেশ, বাড়ছে লোকসমাগম