হোম > রাজনীতি

কূটনীতিকদেরও ভয় দেখাচ্ছে সরকার: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্ষমতায় টিকে থাকতে দেশের জনগণের পাশাপাশি সরকার কূটনীতিকদেরও ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নিরাপত্তা নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উদ্বেগ নিয়ে আমির খসরু বলেন, ‘দেশের মানুষকে ভয়ভীতি দেখিয়ে তারা যেভাবে চেপে রাখতে চাচ্ছে, একইভাবে এখন কূটনীতিকদেরও ভয় ভীতি দেখিয়ে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। যাতে করে তাদের অবৈধ শাসনকে তারা টিকিয়ে রাখতে পারে।’

আজ বৃহস্পতিবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। 

বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে জরুরি বৈঠকে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান মার্কিন রাষ্ট্রদূত। এদিন সকালে রাজধানীর শাহিনবাগে বিএনপির নিখোঁজ নেতার বাসায় যান রাষ্ট্রদূত। সেখানে ‘মায়ের ডাক’ সংগঠনের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সময় একটি অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষের কথা তুলে ধরেন পিটার ডি হাস। 

এই গভীর উদ্বেগ জানিয়ে আমির খসরু বলেন, একদিকে বাংলাদেশের মানুষেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এখন দেখা যাচ্ছে বিদেশি কূটনীতিকদের নিরাপত্তাও প্রশ্নবিদ্ধ হয়েছে। এর ফলে দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। 

এ বিষয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে আমির খসরু বলেন, ‘বলা হচ্ছে যে, তাদের বলা হয়নি। তার মানে বলে গেলে নিরাপত্তা পাবেন আর বলে না গেলে নিরাপত্তা পাবেন না? তারা তাদের অনুষ্ঠান করতে পারে। কিন্তু অন্য আরেকটি অনুষ্ঠানে গিয়ে বাধাগ্রস্ত করা তো আইনবিরোধী। এটা যে সরকারের মদদে ঘটেছে, সেটা তাদের মন্ত্রীদের কথা বার্তায় পরিষ্কার। তারা চাচ্ছে যে, এ রকম একটা ঘটনা ঘটুক। এর মধ্য দিয়ে একটা ভয়ভীতির পরিবেশ সৃষ্টি হোক।’

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ