হোম > রাজনীতি

অতি ধনী আর আমলাদের উদ্দেশ্য পূরণের বাজেট: মেনন 

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ২০২১-২২ বাজেট নিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে আমাদের বাজেট অতি ধনী এবং সামরিক, বেসামরিক আমলাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার বাজেট পরবর্তী প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।  

মেনন বলেন, যদিও বলা হয়েছে জীবন জীবিকার সঙ্গে ভারসাম্যপূর্ণ, অর্থনৈতিক অগ্রগতির কথা কিন্তু আসলে এটা প্রবৃদ্ধি পাবে না। এখানে প্রধানমন্ত্রীর যে চারটি কৌশল নিয়েছিলেন এবং যে সাহসী পদক্ষেপ নিয়েছিলেন আমরা বাজেটে তার বাস্তবায়ন গতবারও দেখিনি, এবারও একই অবস্থা।  

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে সেটা কোনো সন্দেহ নেই সেটা প্রশংসনীয়। কিন্তু নতুন যে দুই কোটি থেকে আড়াই কোটি মানুষ গরিব হয়ে গেল এদের জন্য কোনো ব্যবস্থা এখানে নেই।
 
‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’ শীর্ষক ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। করোনা পরিস্থিতির কারণে এবারের বাজেট অধিবেশনও সংক্ষিপ্ত হবে। দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হতে যাচ্ছে এটি।

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’