হোম > রাজনীতি

জাতিসংঘ দেখিয়ে লাভ নেই, খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে কাদের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতিসংঘ দেখিয়ে লাভ নেই। মূলত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির তরফ থেকে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি এ কথা বলেন। 

আজ শনিবার রাজধানীর বেইলি রোডের শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সাত দিনব্যাপী পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, ‘এখন (বিএনপি) জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছে (খালেদা জিয়ার মুক্তির বিষয়ে)। কে শোনে জাতিসংঘের কথা? গাজা-ইসরায়েল শোনে? দেশে দেশে যুদ্ধ। জাতিসংঘের কথায় কি যুদ্ধ বন্ধ হয়েছে? জাতিসংঘ দেখিয়ে কোনো লাভ নেই। এটা আইনের ব্যাপার। আইনমন্ত্রী খোলসা করেছেন। আমি নতুন করে কিছু বলতে চাই না।’ 

খালেদা জিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনের ইস্যু খুঁজছে বিএনপি দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘নিজেদের কোনো অস্তিত্ব নেই, নির্বাচনে যায়নি, আন্দোলনে ব্যর্থ; এখন বিএনপির কাজই হচ্ছে অন্যদের ইস্যুর ওপর ভর করা। এখন শিক্ষকদের আন্দোলনের ওপর ভর করবে। আবার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কোটা আন্দোলনের ওপর ভর করবে।’ 

প্রধানমন্ত্রীর নির্দেশে জনসংহতি নেতা সন্তু লারমার সঙ্গে বৈঠক করেছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তাঁকে বলেছি শান্তিচুক্তি বাস্তবায়ন হতে সময় লাগবে। কারণ সেখানে মূল সমস্যা হচ্ছে ভূমি। এর সমাধান অত সহজ না। এ ছাড়া গত ১৬ বছরে পার্বত্য চট্টগ্রাম বদলে গেছে। যে দিকে যাই শুধু উন্নয়ন চোখে পড়ে। আজ পাহাড়ি এলাকায় সীমান্ত সড়ক হচ্ছে। সেনাবাহিনী এ কাজটা করছে। শেখ হাসিনা থাকলে আপনাদের সব সমস্যার সমাধান হবে বলে আমি বিশ্বাস করি।’

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির দুই দিনের কর্মসূচি

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

আগামী নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

‘জুলাই যোদ্ধারাও মুক্তিযোদ্ধা’, পৃথক বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

তারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিকদের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধা জাপা: মহাসচিব বনাম ভাইস চেয়ারম্যান

ঢাকা-৬ আসন: নানা সংকটের সমাধান দাবি ভোটারদের

পটুয়াখালী-৩: নুরকে জেতাতে মাঠে কেন্দ্রীয় বিএনপি

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাগ্‌বিতণ্ডা, হট্টগোল

বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে: আসিফ মাহমুদ