হোম > রাজনীতি

শিগগির দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (১০ জুন) সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তারেক রহমান কবে দেশে ফিরছেন—জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘শিগগির ফিরবেন।’ তবে দিনক্ষণ কোনো কিছুই বলেননি বিএনপির মহাসচিব।

এ সময় তিনি সরকারের আন্তরিকতার অভাব নেই উল্লেখ করে বলেন, ‘একটা বিশেষ মুহূর্তে এসে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এ কথা বললে অস্বীকার করা হবে না যে, আমরাই দায়িত্ব দিয়েছি। কিন্তু রাজনৈতিক দিক থেকে তাদের অভিজ্ঞতা যথেষ্ট নয়...তারা নিজ নিজ ক্ষেত্রে সবাই অত্যন্ত অভিজ্ঞ মানুষ, পণ্ডিত লোক, উইজডম সব আছে, কিন্তু পলিটিক্যাল উইজডম যে পুরোপুরি আছে, সেটা বলা যাবে না। কিন্তু তাদের আন্তরিকতার অভাব আছে বলে আমার কাছে মনে হয় না।’

যেকোনো সময়েই নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত আছে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা তো বলেছি, আপনি যদি ইলেকশন কালকে করতে পারেন, আমরা কালকেই রেডি। বিএনপি নির্বাচনের দল...বিএনপি অলওয়েজ রেডি ফর ইলেকশন। কারণ, এটা (বিএনপি) নির্বাচনের দল, নির্বাচন করেই বিএনপি ক্ষমতায় যেতে চায়। যখন সবাই চাইবে, একমত হবে, তখন নির্বাচন হবে...অসুবিধা নাই।’

নির্বাচনী হলফনামা: মডেল মেঘনা পেশায় রাজনৈতিক প্রশিক্ষক, নেই গয়না-গাড়ি

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ মর্মে সংবাদ, নিন্দা জামায়াত আমিরের

মায়ের ত্যাগ-উদারতার উদাহরণ থেকেই শক্তি, ঐক্য ও দেশপ্রেম খুঁজে পাই: তারেক রহমান

‘আপনারা সেই শক্তি, যার কারণে জাতি আমার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে’

শোকার্ত জনসমুদ্রের সশ্রদ্ধ বিদায়