হোম > রাজনীতি

যুবসমাজের কর্মসংস্থান করে দেওয়াটাই মূল চ্যালেঞ্জ: আবদুস শহীদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা ৭ম বারের মতো মৌলভীবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন উপাধ্যক্ষ ডক্টর আব্দুস শহীদ। এর আগে জাতীয় সংসদের চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালন করলেও এবার প্রথমবারের মতো মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে আব্দুস শহীদ আজকের পত্রিকাকে বলেন, ‘দেশসেবায় আছি আমরা সংসদ সদস্য হিসেবে। এখন মন্ত্রী হিসেবে বৃহত্তর ক্ষেত্রে দেশসেবার সুযোগ পাব। এত দিন শুধু আমার সংসদীয় এলাকায় কাজ করার সুযোগ পেয়েছি। এখন মন্ত্রিসভায় সারা দেশে কাজ করার সুযোগ পাব। মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ীই আমার মন্ত্রিত্ব চালাব।’

আগামীর চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সকল কাজকর্ম যেন স্মার্টলি করা যায় এবং যুবসমাজের কর্মসংস্থানের সঠিক পথ তৈরি করে দেওয়াটাই মূল চ্যালেঞ্জ।’

নতুন মন্ত্রিসভা বহির্বিশ্ব থেকে কোনো চ্যালেঞ্জের মুখে পড়বে কি না এমন প্রশ্নের জবাবে আব্দুস শহীদ বলেন, ‘মন্ত্রিসভার প্রধান প্রধানমন্ত্রী। তিনি যেভাবে পরামর্শ দেবেন, তাঁর সিদ্ধান্তগুলো উপস্থাপন করলে সেগুলো আলোচনার করে সমর্থন জানানোর দায়িত্ব আমাদের।’

আবদুস শহীদ ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ, এবং ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। মৌলভীবাজার-৪ আসন থেকে ১৯৯১ সাল থেকে তিনি টানা সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন।

অন্তর্বর্তী সরকারকে মোদির ইতিহাস বিকৃতির বিরুদ্ধে বিবৃতি জারি করতে হবে: আখতার

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভক্ত করা যাবে না: নাহিদ ইসলাম

মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরও স্বাধীনতাযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি: ব্যারিস্টার ফুয়াদ

হাদির আরেকটি অপারেশন প্রয়োজন, কিন্তু শারীরিক পরিস্থিতি নেই: ইনকিলাব মঞ্চ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা শুরু

পরাজয়ের প্রতিশোধ নিতেই ভারত স্বাধীনতাযুদ্ধে সহযোগিতা করেছিল: গোলাম পরওয়ার

‘নিরাপত্তার’ কারণে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা নারায়ণগঞ্জ–৫ আসনের বিএনপি প্রার্থীর

একাত্তরের শত্রুরা আবার মাথাচাড়া দিতে চায়: মির্জা ফখরুল

নির্বাচনে কারিগরি ষড়যন্ত্র জনগণ হতে দেবে না: ডা. শফিকুর রহমান

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ