যন্ত্রপাতি লুটপাট, বাংলাদেশি ও ভারতীয় কর্মচারীদের মধ্যে বেতনবৈষম্যসহ আরও কয়েকটি অভিযোগ খতিয়ে দেখতে বাগেরহাটে রামপাল বিদ্যুৎকেন্দ্রের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। অভিযান চলাকালে অভিযোগের সত্যতা পেয়েছে দলটি।
আজ শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বাসস।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার বাগেরহাট দুদকের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে দলটি রামপাল বিদ্যুৎকেন্দ্রের কার্যালয়ে অভিযান চালায়।
অভিযান শেষে সাংবাদিকদের সাইদুর রহমান বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্রে বাংলাদেশি ও ভারতীয় কর্মচারীদের মধ্যে বেতনবৈষম্য, কর অব্যাহতি, কয়লা কেনায় অনিয়ম, যন্ত্রপাতি লুটপাটসহ অন্য অভিযোগের প্রাথমিক প্রমাণ আমাদের হাতে এসেছে।
‘আমরা সব প্রমাণ সংগ্রহ করেছি। দুদকের প্রধান কার্যালয়ে সেগুলো পাঠানো হবে। নির্দেশনা পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
বাগেরহাটের রামপাল উপজেলায় কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রটি ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন জাতীয় তাপবিদ্যুৎ করপোরেশন (এনটিপিসি) ও বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সমান অংশীদারত্বের যৌথ উদ্যোগে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) প্রতিষ্ঠা করেছে।