হোম > জাতীয়

প্রকাশ্যে ভোট: ইসিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ ধর্মমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি কেন্দ্রে প্রকাশ্যে ভোট দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনকে (ইসি) ক্ষমাশীল দৃষ্টিতে দেখার অনুরোধ জানালেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক। আজ সোমবার নির্বাচন ভবনে এ বিষয়ে ইসির তলবের ব্যাখ্যা দেওয়া শেষে সাংবাদিকদের কাছে এমনটি জানান তিনি। 

নতুন মন্ত্রিসভার ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ‘বাংলাদেশ সরকার, আমি আইনের ঊর্ধ্বে নই। কেউ আইনের ঊর্ধ্বে নয়। অতএব, বিধান অনুসারে নির্বাচন কমিশন থেকে তারা আমাকে উপস্থিত হওয়ার জন্য বলেছেন। আমি উপস্থিত হয়ে তাদের কাছে আমার কথা বলেছি।’ 

তিনি আরও বলেন, ‘আমার মেজর (গুরুতর) কোনো অপরাধ যদি না-ও থাকে, তারপরও আমি বলেছি—আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। অতএব, ক্ষমাশীল দৃষ্টিতে দেখার অনুরোধ রেখে, আমি আমার কথা শেষ করে চলে এসেছি।’ 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কমিশন বলল যে আমরা দেখব বিষয়টা। আমি তো বলতে পারি না যে আমাকে রেজাল্ট দেন। এটা তাদের বিষয়।’ 

‘ভালো নির্বাচন হয়েছে, সব জায়গায় প্রশংসা হয়েছে, আপনার এই কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ বিব্রত কি না’, এমন প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ‘না, আওয়ামী লীগ বিব্রত না, কেউ বিব্রত না।’ 

‘প্রকাশ্যে ভোট দেওয়া আপনার অপরাধ ছিল কি না’, এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ‘যতটুকু বলার আমি বলেছি আপনাদের। এর চাইতে বেশি কিছু বলার কোনো সুযোগ নাই এখানে।’ 

গত বৃহস্পতিবার ধর্মমন্ত্রীকে ইসিতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে চিঠি ইস্যু করে কমিশন।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির