হোম > জাতীয়

প্রকাশ্যে ভোট: ইসিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ ধর্মমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি কেন্দ্রে প্রকাশ্যে ভোট দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনকে (ইসি) ক্ষমাশীল দৃষ্টিতে দেখার অনুরোধ জানালেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক। আজ সোমবার নির্বাচন ভবনে এ বিষয়ে ইসির তলবের ব্যাখ্যা দেওয়া শেষে সাংবাদিকদের কাছে এমনটি জানান তিনি। 

নতুন মন্ত্রিসভার ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ‘বাংলাদেশ সরকার, আমি আইনের ঊর্ধ্বে নই। কেউ আইনের ঊর্ধ্বে নয়। অতএব, বিধান অনুসারে নির্বাচন কমিশন থেকে তারা আমাকে উপস্থিত হওয়ার জন্য বলেছেন। আমি উপস্থিত হয়ে তাদের কাছে আমার কথা বলেছি।’ 

তিনি আরও বলেন, ‘আমার মেজর (গুরুতর) কোনো অপরাধ যদি না-ও থাকে, তারপরও আমি বলেছি—আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। অতএব, ক্ষমাশীল দৃষ্টিতে দেখার অনুরোধ রেখে, আমি আমার কথা শেষ করে চলে এসেছি।’ 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কমিশন বলল যে আমরা দেখব বিষয়টা। আমি তো বলতে পারি না যে আমাকে রেজাল্ট দেন। এটা তাদের বিষয়।’ 

‘ভালো নির্বাচন হয়েছে, সব জায়গায় প্রশংসা হয়েছে, আপনার এই কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ বিব্রত কি না’, এমন প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ‘না, আওয়ামী লীগ বিব্রত না, কেউ বিব্রত না।’ 

‘প্রকাশ্যে ভোট দেওয়া আপনার অপরাধ ছিল কি না’, এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ‘যতটুকু বলার আমি বলেছি আপনাদের। এর চাইতে বেশি কিছু বলার কোনো সুযোগ নাই এখানে।’ 

গত বৃহস্পতিবার ধর্মমন্ত্রীকে ইসিতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে চিঠি ইস্যু করে কমিশন।

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে