হোম > জাতীয়

দেশে আরও তিন উপজেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সব শর্ত পূরণ না করলেও দুর্গম এলাকা বিবেচনায় আরও তিনটি নতুন উপজেলা অনুমোদন দিয়েছে সরকার। এ নিয়ে বাংলাদেশে উপজেলার সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৫টি।

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সোমবারের বৈঠকে কক্সবাজারের ঈদগাঁও, মাদারীপুরের ডাসার এবং সুনামগঞ্জের মধ্যনগরকে উপজেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। গণভবন থেকে ভার্চুয়্যালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। সংশ্লিষ্ট মন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে বসে বৈঠকে অংশ নেন।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেন, নতুন উপজেলা হওয়ায় তিনটিই প্রত্যন্ত এলাকা। বিশেষ বিবেচনায় এগুলোকে উপজেলায় উন্নীত করা হয়েছে। কক্সবাজারের ঈদগাঁও থানা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে। সরকার মনে করে ওখানে একটা বড় রিসোর্স গেইন করার সম্ভাবনা আছে। সেখানে একটা ইউনিট দরকার। এলাকার লোকজনেরও খুবই অসুবিধা হয়। এ জন্য সরকার এটিকে উপজেলা হিসেবে অনুমোদন করে দিয়েছে।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীত করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মধ্যনগর ধর্মপাশা থেকে ২৫-২৬ কিলোমিটার দূরে হাওরের মধ্যে অবস্থিত। দুর্গম এলাকা হওয়ায় মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানাকে উপজেলায় উন্নীত করা হয়েছে বলে জানান আনোয়ারুল।

তিনি বলেন, দেশে এখন ৪৯৫টি উপজেলা হচ্ছে। নিকার সিদ্ধান্ত দিয়েছে, শর্ত পূরণ না হলে আর নতুন উপজেলা করা হবে না। তিনটি উপজেলার স্ট্রাকচার সবশেষ উপজেলার আদলে করা হবে। স্থানীয় লোকজনের দাবির প্রেক্ষিতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে ‘শান্তিগঞ্জ’ করা হয়েছে বলে জানান জানান মন্ত্রিপরিষদ সচিব।

এ ছাড়া মাদারীপুর জেলার শিবচর পৌরসভার সীমানা সম্প্রসারণ, ঢাকার দোহার পৌরসভার সীমানা পরিবর্তন করে দুর্গম এলাকাকে পৌরসভা থেকে বাদ দিয়ে কাছাকাছি ইউনিয়ন পরিষদে যুক্ত করা হয়েছে। আর যেখানে শহরের সুবিধা আছে সেসব অঞ্চলকে এই পৌরসভার সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এর বাইরে সিলেট সিটি করপোরেশনের সীমানা বাড়িয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বড় বড় কিছু প্রতিষ্ঠানকে সিটি করপোরেশনের মধ্যে ঢোকানো হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

দেশজুড়ে মবের প্রতিবাদে ‘গণমাধ্যম সম্মিলন’ ডাকল নোয়াব ও সম্পাদক পরিষদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৯২ বার

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

নিখোঁজ শিশু উদ্ধারে ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন চালু

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-টিউলিপের রায় ২ ফেব্রুয়ারি

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি