হোম > জাতীয়

বিধিনিষেধ শিথিলের মধ্যে বিনোদনকেন্দ্রে গমন, অনুষ্ঠান আয়োজন নয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের আগে বিধিনিষেধ শিথিল করা হলেও এ সময় পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে সরকার। পাশাপাশি জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিহার করতেও সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ আজ বুধবার এক চিঠিতে এই নির্দেশনা দিয়েছে বলে সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, বুধবার মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত আগের আরোপিত বিধিনিষেধ শিথিল থাকলেও করোনার বিস্তার রোধে এ সময় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে সকল কার্যক্রম পরিচালনা করতে হবে।

‘এ সময়ে পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রে গমন ও জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান যথা-বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি এবং রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিহার করতে হবে।’

প্রসঙ্গত, ঈদ উদ্‌যাপন, ঈদে যাতায়াত, ঈদকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য এবং দেশের আর্থসামাজিক অবস্থা ও অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখতে বুধবার মধ্যরাত থেকে আগামী ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

ওই প্রজ্ঞাপনে আগে আরোপিত সব বিধিনিষেধ শিথিলের কথা বলা হয়েছিল। সেই হিসেবে বিধিনিষেধ শিথিলের মধ্যে পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র খোলা থাকার কথা। এ নিয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও তাঁরা এ বিষয়ে কিছু জানাতে পারেননি। সরকার তথ্যবিবরণী দিয়ে বিষয়টি স্পষ্ট করলো।

দুই মাসের চুক্তিতে স্বাস্থ্যের ডিজি ও সচিব নিয়োগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা