হোম > জাতীয়

র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে সময়সীমা দেননি ডোনাল্ড লু: মার্কিন দূতাবাস

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দুই দিনের ঢাকা সফরে তিনজন মন্ত্রীসহ সরকারের কমপক্ষে ছয়জন দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকের কোনোটিতেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে লু কোনো রকম সময়সীমার ইঙ্গিত দেননি। ঢাকায় দেশটির দূতাবাসের একজন মুখপাত্র আজ মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান।

লু’র সঙ্গে বৈঠককে উদ্ধৃত করে র‍্যাবের নিষেধাজ্ঞা ‘প্রত্যাহার’ হবে, সরকারের একাধিক প্রভাবশালী মন্ত্রী এমন বক্তব্য দেওয়ায় মার্কিন পক্ষ এই বিবৃতি দিল বলে দূতাবাসের একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে। 

মুখপাত্র বলেন, র‍্যাবের দ্বারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুম গত বছর ‘নাটকীয়ভাবে’ কমে যাওয়ায় এবং এ ক্ষেত্রে সংস্কার এগিয়ে নেওয়ায় লু বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডগুলোর নিরপেক্ষ তদন্তের জন্য সরকারকে তাগিদ দিয়েছেন।

দুই দিনের সফরে লু গত শনিবার রাতে ঢাকায় পৌঁছান। পরদিন রোববার তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলাদা বৈঠক করেন।

হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড পরিবর্তন করে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম চালু

ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা টিকিয়ে রাখার কারণেই হাদি গুলিবিদ্ধ: ফরহাদ মজহার

হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, আইনশৃঙ্খলার অবনতি হয়নি: সিইসি

অপ্রত্যাশিত ব্যক্তিদের আনাগোনা: সুপ্রিম কোর্টের এজলাসকক্ষে প্রবেশ সীমিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি: ভোটের আগে আতঙ্ক জনমনে

সুদানে শান্তিরক্ষা মিশনে হামলা: শোকে স্তব্ধ নিহত সেনাদের স্বজনেরা লাশের অপেক্ষায়

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি